দীর্ঘ দুই বছর প্রেম । এবার পরিণয়ের অপেক্ষা । সৌরভ-দর্শনার জীবনে জুড়তে চলেছে নতুন এক অধ্যায় । আজ, ১৫ ডিসেম্বর সব নিয়ম মেনে সাত পাকে বাধা পড়বেন দু'জনে । সকাল থেকেই বর-কনের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে । ইতিমধ্যে বরের বাড়িতে গায়ে হলুদের পর্ব মিটেছে । সেই ছবি এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায় । একেবারে শুভ্র বেশেই গায়ে হলুদ পর্ব মিটল মন্টু পাইলটের ।
গায়ে হলুদের দিন সাদা ধূতি-পঞ্জাবিতে দেখা গেল সৌরভকে । বরণডালা ছোঁয়ানো, শ্রীবরণের পর গায়ে হলুদ হল সৌরভের । এবার হবু বরের গায়ে ছোঁয়ানো হলুদই মাখবেন দর্শনা । এদিন, গায়ে হলুদ পর্ব মেটার পর বোনের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও দেখা যায় দাদা সৌরভকে । এখন হবু কনের গায়ে হলুদের ছবি দেখার জন্য় অপেক্ষায় নেটিজেনরা ।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা । অগ্রহায়ণের শেষ লগ্নে এক হবে চার হাত, গাঁটছড়া বাঁধবে দু'টি মন, শুরু হবে নতুন পথ চলা । বাঙালি সব নিয়ম-কানুন মেনেই সাত পাকে বাঁধা পড়বেন সৌরভ-দর্শনা ।