Movie Bohurupi : টলিউড ইন্ডাস্ট্রিতে 'বিপ্লব', সব রেকর্ড ভেঙে দিল 'বহুরূপী', সিনেমার মুকুটে নয়া পালক

Updated : Oct 30, 2024 19:26
|
Editorji News Desk

টলিপাড়ায় একটা কথা প্রায়শই শোনা যায় 'বাংলা ছবির পাশে দাঁড়ান' । পরিচালক হোক বা প্রযোজক কিংবা অভিনেতা...প্রত্যেকের মুখেই এখন একটাই আর্জি 'বাংলা ছবিকে বাঁচান' । টলিপাড়ার অভিযোগ, হিন্দি ও দক্ষিণী ছবির বাড়বাড়ন্তে অনেকটাই কোণঠাসা বাংলা ছবি । বক্সি অফিসে সেভাবে ব্যবসা করতে পারছে না বাংলা ছবি । কিন্তু, বাংলা ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটাল 'বহুরূপী' । এই প্রথম কোনও বাংলা ছবি, যার আয় ১০ কোটি ছাড়িয়েছে । 'বহুরূপী'-র প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা ।

দুর্গাপুজোয় তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল । বহুরূপী ছাড়াও বড়পর্দায় মুক্তি পায় টেক্কা ও শাস্ত্রী । তবে, দর্শকদের মনে জায়গা করে নিল শিবপ্রসাদ, ঋতাভরী ও আবিররা । ১০ কোটি ছাড়িয়ে আরও তরতর করে এগিয়ে যাচ্ছে বহুরূপী-র রথ ।  প্রতিদিন লাফিয়ে বাড়ছে ছবির আয় । লোকের মুখে মুখে এখন সিনেমার গান থেকে ডায়লগ । বহুরূপীতে অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন শিবপ্রসাদ । সিনেমার মুকুটে নতুন পালকও জুড়েছে । পড়শি দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে সিনেমা । অভিনন্দন স্মারক দেওয়া হয়েছে । বাংলা ছবির জগতে বড় সাফল্যের জন্য বহুরূপীকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিবপ্রসাদ ।

বক্স অফিসে ব্যবসার নিরিখে বহুরূপীর পরেই রয়েছে সৃজিতের টেক্কা ।  ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ছবিকে ঘিরে উন্মাদনার পারদ চড়েছিল । ছবি মুক্তির পর থেকে বেশিরভাগ শো-ই হাউসফুল । তবে, বহুরূপী-র ধারে কাছে পৌঁছতে পারেনি দেবের সিনেমা । কোটির হিসেবে বহুরূপী দুই অঙ্ক পেরিয়ে গেলেও, টেক্কা পারেনি । ছবি মুক্তির ২০ দিন পরের হিসেব অনুযায়ী ৫ কোটির আশেপাশে টেক্কা-র আয় ।

টেক্কা ও বহুরূপীর সামনে টিকতে পারেনি শাস্ত্রী । জানা গিয়েছে, মিঠুন-সোহম অভিনীত ছবির আয় এক কোটির আশেপাশেই ঘোরাফেরা করছে । 

এদিকে, দীপাবলিতে মুক্তি পাচ্ছে দু'টি ব্লকবাস্টার হিন্দি সিনেমা । ভুলভুলাইয়া থ্রি ও সিংঘম এগেইন । মুক্তির আগেই কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের সিনেমা । অগ্রিম বুকিংয়ের হিসেবে ১ কোটির ব্যবসা করেছে সিনেমা । অন্যদিকে, বক্স অফিস রিপোর্ট বলছে, অগ্রিম বুকিংয়ের হিসেবে ২৩ লাখ টাকার মতো ব্যবসা করেছে সিংঘম এগেইন । রিপোর্ট বলছে, দু'টি হিন্দি সিনেমার কারণে প্রেক্ষাগৃহে শো কমতে পারে 'বহুরূপী'-র। সেক্ষেত্রে ব্যবসা মার খাবে শিবপ্রসাদের সিনেমার । তবে, সিনেপ্রেমীরা বলছেন, টলিউডকে হারানো জায়গা ফিরিয়ে দিতে অনেকটাই সফল বহুরূপী ।

Tollywood

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ