Tollywood Crisis : 'ধর্মঘট নয়, সমাধান চাই', বলছেন টলিপাড়ার কলাকুশলীরা

Updated : Feb 07, 2025 18:25
|
Editorji News Desk

শুটিং বয়কট পরিচালকদের । শুক্রবার থেকে ফ্লোরে নেই তাঁরা । বৃহস্পতিবার সন্ধেবেলা পর্যন্ত ফেডারেশনের সদর্থক জবাবের জন্য অপেক্ষা করেছিল ডিরেক্টরস গিল্ড । কিন্তু, নীরবেই থেকে গিয়েছে ফেডারেশন । তারপরই পরিচালকরা সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেন,শুটিং থেকে নিজেদের প্রত্যাহার করেছেন । কিন্তু, এদিকে শোনা যাচ্ছে, ডিরেক্টর্স গিল্ডের সিদ্ধান্তের পরও বেশ কিছু পরিচালক শুটিং ফ্লোরে যাচ্ছেন । সেই তালিকায় রয়েছে সৃজিৎ মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়রা । 

জানা গিয়েছে, শুক্রবার থেকে শুটিং শুরু হচ্ছে সৃজিৎ মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'-র । সৃজিতের দাবি, পরিচালক তথাগত মুখোপাধ্যায় যদি রাস-এর শুটিং করতে পারেন, তাহলে তাঁর ফ্লোরে যেতে বাধা কই । অন্যদিকে, ছোটপর্দার পরিচালক সুমন দাসও সিরিয়ালের শুটিং করবেন এদিন । তাহলে পরিচালকদের মধ্যেই কি কোথাও মতবিরোধ রয়েছে ? টলিপাড়া সূত্রে খবর, বহু পরিচালক, প্রযোজক শুটিংয়ের পক্ষে সওয়াল করেছেন 

ডিরেক্টরস গিল্ডের তরফে জানা গিয়েছে, তথাগত ও সুমন শহরের বাইরে শুটিং করছেন । তাই তাঁদের কাজ বন্ধ করা হচ্ছে না । তবে, শহরে ফিরে তাঁরা অনির্দিষ্টকালের জন্য আর ফ্লোরে যাবেন না । পরিচালকদের ধর্মঘট, তাহলে স্টুডিওপাড়ায় কি আজ থেকে তালা পড়ে যাবে ? ডিরেক্টরস গিল্ড জানিয়েছে, পরিচালক ছাড়া যদি শুটিং সম্ভব হয়, তাহলে কাজ চলবে ।

টলিউডের পরিস্থিতি নিয়ে কী বলছেন অভিনেতা-অভিনেত্রীরা ?

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধেবেলায় ফেডারেশনকে বৈঠকে আহ্বান জানানো হয়েছিল । কিন্তু, কোনও উত্তর মেলেনি । তারপর বৃহস্পতিবার রাতে পরিচালক গিল্ড মিটিং-এ বসে । ওই মিটিংয়ের পরই সুদেষ্ণা রায় সংবাদমাধ্যমকে তাঁদের কর্ম প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান । মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন কাজ যাতে বন্ধ না হয় । কিন্তু তার কথা মান্যতা দেওয়া হচ্ছে না । কর্ম প্রত্যাহারের পাশাপাশি ফেডারেশনের উদ্দেশে বেশ কিছু শর্তও দিয়েছেন পরিচালকরা । 

শর্তগুলি কী কী দেখে নিন

সব দাবি-র উত্তর দিতে হবে লিখিত আকারে 
তিন পরিচালক যাতে নির্দ্বিধায় কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে 
লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না
লিখিত বা মৌখিক নির্দেশে কারও কাজ বন্ধ করা যাবে না
কোনও ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে তাঁর সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে
পরিচালক, প্রযোজকদের তরফে টেকনিশয়নদের লিস্ট ফেডারেশনকে অবশ্যই দেওয়া হবে । তবে, ফেডারেশনের তরফ থেকে কোনও পারমিশন আসার প্রশ্ন থাকবে না।

Tollywood

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ