Tolly Saraswati Puja : দেব-অঙ্কুশের ঘোষণা, নাচলেন অপরাজিতা, পারফেক্ট লুকে নুসরত, তারকাদের সরস্বতী পুজো

Updated : Feb 03, 2025 18:28
|
Editorji News Desk

সরস্বতী পুজো জমজমাট । এবার তো আবার দু'দিন ধরে পুজো হয়েছে । কেউ রবিবার পুজো করেছেন । কেউ সোমবার । তারকাদের সরস্বতী পুজো কেমন কাটল ? কারা কেমন সাজলেন, কী রঙের শাড়ি পরলেন, চলুন দেখে নেওয়া যাক


প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সরস্বতী পুজোতে নিজের বাড়িতেই কাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছেলে তৃষাণজিৎ-এর সঙ্গে ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায় । ক্যাপশনে লিখলেন, '১২ বছর পরে মিশুকের সঙ্গে বাড়ির সরস্বতী পুজোয়।' প্রসেনজিতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে । আর তৃষাণ পরেছিলেন আকাশি রঙের পাঞ্জাবি । যাকে বলে সরস্বতী পুজোর পারফেক্ট সাজ । 

দেব

সরস্বতী পুজো বেশ ব্যস্ততায় কেটেছে দেবের । রঘু ডাকাতের শুভ মহরৎ হয়ে গেল রবিবার । মহরতে দেখা গেল, অনির্বাণ, ইধিকা, রূপা গঙ্গোপাধ্যায়দের । সোহিনী সরকারকে দেখা যাবে এই সিনেমায় । অন্যদিকে, সুরিন্দর ফিল্মসের অফিসের পুজোতেও গিয়েছিলেন দেব । কোয়েল ও নিসপাল রানে-র সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেতা । এদিকে, কোয়েল আর দেবকে একসঙ্গে দেখে, অনেকেই প্রশ্ন তুলছেন, দু'জনকে কি ফের একসঙ্গে দেখা যাবে সিনেমায় ? 

অঙ্কুশ

সরস্বতী পুজোয় অঙ্কুশ হাজরা বড় ঘোষণা করেছেন । ভাবছেন নিশ্চয় কোনও সিনেমা ? ঠিকই ভেবেছেন । তবে, এখনই কিছু খোলসা করেননি । আসল ঘোষণা তো হবে ১৪ ফেব্রুয়ারি ।  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ জানান, ঘোষণার তারিখ ১৪ ফেব্রুয়ারি । লেখেন, 'আশা করি এবারেও আপনাদের সকলের ভালোবাসা পাব' । অঙ্কুশের ঘোষণার অপেক্ষায় তাঁর অনুরাগীরাও । 

মিমি

সরস্বতী পুজোয় ট্র্যাডিশনাল পোশাকে দেখা গেল মিমি চক্রবর্তীকে । ব্লু কুর্তা ও সাদা সুতোর কাজ করা কুর্তা সেটে দেখা গেল অভিনেত্রীকে । কানে বড় দুল, হালকা মেক-আপ, কপালে কালো টিপ । অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না ।

নুসরত

সরস্বতী পুজো মানেই হলুদ । সেই ধারা বজায় রেখেই সরস্বতী পুজোয় সাজলেন নুসরত জাহান । স্লিভলেস ব্লাউজ, হলুদ অরগাঞ্জা শাড়িতে দেখা গেল অভিনেত্রীকে । বন্ধুর বাড়িতেই কাটিয়েছেন পুজোর দিনটা । 

রাজ-শুভশ্রী

প্রত্যেক বছরের মতো এবছরও রাজ চক্রবর্তীর অফিসে ধূমধাম করেই বাগদেবীর আরাধনা হল । ফুলে ফুলে সেজে উঠেছিল রাজের অফিস । প্রতিমার সাজও শ্বেতশুভ্র । পুজোয় উপস্থিত ছিলেন টলি তারকারা । আবির, পরমব্রত থেকে কৌশানি, পার্ণো...তারকারা হাট ছিল পুজোয় । মেনুতেও ট্র্যাডিশন বজায় রেখেছেন রাজ-শুভশ্রী । প্রত্যেক বছরের মতো এবছরও মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, আলুর দম, লাবড়া, বেগুনি, খিচুড়ি, কুলের চাটনি, পাপড়, রসগোল্লা, পায়েস । 

অপরাজিত্য আঢ্য

অপরাজিতা আঢ্য-র স্কুলেও ধূমধাম করে সরস্বতী পুজো হয়েছে । বাগদেবীর আরাধনায় হলুদ শাড়ি বেছে নিয়েছিলেন অপরাজিতা । নাচও করেছেন । একইসঙ্গে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ।

ইমন

ইমনের স্কুলে সরস্বতী পুজো হয়েছে ধূমধাম করে । হাওড়ার লিলুয়াতে ইমনের সঙ্গীত একাডেমি । ছাত্রছাত্রীদের সঙ্গে পুজোয় মাতেন গায়িকা । ভোগপ্রসাদেরও ব্যবস্থা করা হয় প্রতি বছর । পুজো শেষে চলে গান-বাজনা । 

Saraswati Puja

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ