Tathagata Mukherjee: প্রেমের বিবৃতি ভ্যালেন্টাইন্স ডে'র দিনেই ,সম্পর্কে সিলমোহর তথাগতর?

Updated : Feb 18, 2025 17:01
|
Editorji News Desk

প্রেম শেষ হয়ে গেলেই বুঝি, বন্ধুত্বটাও শেষ করে দিতে হয়? না, প্রেমের সম্পর্ক ফিকে হলেও এখন আর মুখ দেখাদেখি বন্ধ হয় না। টলিপাড়ায় সেই ট্রেন্ড চালু রয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্তের টলিপাড়ার চর্চিত প্রেম ছিল। ২০২১ সালের শেষ দিক থেকে ছাদ আলাদা হয় তাঁদের। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। পরিচালক অভিনেতার নামের সঙ্গে নাম জড়িয়েছে আরও এক অভিনেত্রীর। তিনি বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) । সেই প্রেমে সর্বসমক্ষে সিলমোহর দেননি কেউ কখনই। 


সেইসময়  একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত জানিয়েছিলেন, দেবলীনার সঙ্গে প্রেম নেই, দাম্পত্যও নেই, কিন্তু বন্ধু তথাগত দেবলীনার পাশেই আছেন। অন্যদিকে পরিচালক এও বলেছিলেন, বিবৃতির সঙ্গেও প্রেম নেই তাঁর। এর আগে তথাগত পরিচালিত ‘ভটভটি’ ছবিতে অভিনয় করেছেন দেবলীনা-বিবৃতি দুজনেই। তবে একাধিক সাক্ষাৎকারে দেবলীনা জোর গলায় বলে এসেছেন তথাগত প্রেম করলে লুকিয়ে করার মানুষ তিনি নন। 


২০২৫ সালের ভরা ফাগুনে একেবারে ভ্যালেন্টাইন্স ডের দিনে তথা সিলমোহর দিলেন প্রেমে। এই মুহূর্তে পরিচালক তথাগত শ্যুটিং করছেন তাঁর আসন্ন ছবি ‘রাস’ এর। এই ছবিতেই তাঁর সহকারী আলোকবর্ষা বসু। দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে শ্যুটিং করতে করতেই নাকি মন দেওয়া নেওয়াও হয়ে গিয়েছে। আলোকের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তথা। 


দুজনের বয়সের ব্যবধান বেশ খানিকটা। বলা যায়, প্রজন্মের তফাৎ রয়েছে। তবে তথাগত চান নতুন প্রজন্মের আদব কায়দা শিখে নিতে, আর আলোক চান একটা আশ্রয়। তাহলে? বিয়ের পিঁড়িতে কী বসবেন তথা? ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আপাতত আরও চেনা জানা, পরে ছাদনাতলার চিন্তা। 

tathagata mukherjee

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ