Tahsan Khan Roja Ahmed : তাহসান-রোজার হানিমুন, ছবি দেখেছেন?

Updated : Jan 15, 2025 15:34
|
Editorji News Desk

নীল জল, সাদা বালিয়াড়ি... হানিমুন অ্যাট মলদ্বীপ । সি বিচে রোম্যান্টিক মুডে মিথিলার প্রাক্তন । নতুন বছরের শুরুতে নয়া ইনিংস শুরু করেছেন বাংলাদেশের গায়ক তাহসান খান ।  মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় ৮ বছর পর নতুন করে রূপকথার গল্প বুনলেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে । হানিমুনে সাগরপাড়ে উড়ে গিয়েছেন জুটিতে । মধুচন্দ্রিমার সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।  

হানিমুন ডেস্টিনেশন হিসেবে অনেকের কাছে বেশ জনপ্রিয় মলদ্বীপ । তাহসান এবং রোজাও মধুচন্দ্রিমায় গিয়েছেন সেখানেই  । নীল আকাশ আর দিগন্ত বিস্তৃত নীল জলরাশির মাঝে লাল গাউনে ধরা দিয়েছেন রোজা। হালকা দুধে আলতা রঙা শার্টে ধরা দিয়েছেন তাহসান। ছবি দেখে বোঝাই যাচ্ছে প্রকৃতির মাঝে গোধূলি লগ্নের গোলাপি আভায় একে অপরের মধ্যে যেন হারিয়ে গিয়েছেন নব দম্পতি। একটি ছবিতে দেখা যাচ্ছে, মলদ্বীপের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন রোজা। বালিতে পায়ের ছাপও স্পষ্ট। কোনওটায় লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, যে মুহূর্ত মুঠোফোন বন্দি করেছেন গায়ক। 

মধুচন্দ্রিমার এই বিশেষ মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোজা ক্যাপশনে লিখেছেন,'In the tapestry of life, our threads are forever entwined, a love so strong, so divine'. যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'জীবনের বোনা পর্দায় আমাদের সুতোগুলো সারা জীবনের মতো জড়িয়ে গিয়েছে। এমন একটা ভালবাসা যা ভীষণ পবিত্র। যা কখনই হারানো যাবে না।' ছবির কমেন্ট বক্সে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন অনুরাগীরা। 

মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ৮ বছর পর গত ৪ জানুয়ারি,  জীবনের নয়া ইনিংস শুরু করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। ওই দিন রাতে একটি ছবি পোস্ট করেন গায়ক। ক্যাপশনে লেখেন, 'কোনও এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?' যা দেখে শুভেচ্ছা জানিয়েছিল নেটপাড়া। 

পরে জানা যায়, শুক্রবার ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সেরেছেন গায়ক। পাত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে পড়াশোনা তাঁর। সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় রোজা। তাঁদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়। কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁদের। কিন্তু নিন্দুকের কথার কেয়ার না করে বাকি জীবনটা রোজার মুগ্ধতায় কাটাতে তৈরি তাহসান।

Maldives

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ