জানা নেই, এই গান তখন কেউ গাইছিলেন কীনা। মাঝ ফেব্রুয়ারির সন্ধ্যা। বাংলার এক প্রত্যন্ত জনপদ। নাম জিয়াগঞ্জ। তখন সন্ধে গড়িয়ে রাতের দিকে এগোচ্ছে। একটি স্কুটি ওই অঞ্চলের রাস্তা দিয়ে প্রায়ই যায়। চালককেও সবাই চেনে। কিন্তু তাঁর পিছনে এক সাহেবকে দেখে অবাক মুর্শিদাবাদের এই জেলা শহর।
স্কুটি চালালেন আমাদের অরিজিৎ সিং। তাঁর পিছনে বসে টো টো করে জিয়াগঞ্জে বাংলার ঠান্ডার মজা নিলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। আসলে বেঙ্গালুরু থেকে শিলং যাবেন শিরান। সেখানে তাঁর কনসার্ট রয়েছে। তার আগে টুক করে ঘুরে গেলেন বন্ধু অরিজিতের বাড়িতে।
সেই ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে কখনও অরিজিতের স্কুটিতে অলি-গলি ঘুরছেন শিরান। আবার কখনও ভাগরথীতে নৌকা বিহার করছেন দুই গায়ক। জানা গিয়েছে, ঘুরতে ঘুরতেই একটি মিউজিক ভিডিও শুট করছেন দুই বন্ধু। তা মুক্তি পাবে আগামীদিনে।