রণবীর-আলিয়ার পর বলিপাড়ায় তাঁদের নিয়ে গুঞ্জন চলছিলই, কিয়ারা আদবানি (Kiara Advani), সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)। একসঙ্গে ঘুরতে যান কখনও মুম্বইয়ের মধ্যেই এদিক ওদিক। কখনও আবার দূরে কোথাও। সব মিলিয়ে প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাঁদের পর্দার বাইরের রসায়ন জমে ক্ষীর। এখন জানা যাচ্ছে চুপিসারে বিয়েটা নাকি হয়ে যেতে পারে যখন তখন।
আগামী ডিসেম্বরেই নাকি চারহাত এক হচ্ছে বলিউডের এই লাভবার্ডস-এর। শেরশাহ জুটি তাঁদের বিয়ের ভ্যেনুও ঠিক করে ফেলেছেন। সূত্রের খবর, চণ্ডিগড়ের দ্য ওবেরয় সুখভিলাস স্পা অ্যান্ড রিসর্টে বসবে বিগ ফ্যাট বিয়ের আসর।
প্রথমে ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য বেছেছিলেন গোয়া শহরকে। কিন্তু, সিদ্ধার্থের বিশাল পঞ্জাবি পরিবারের সদস্যদের সকলের কথা ভেবেই নাকি ভেন্যু পাল্টাতে হচ্ছে।
কফি উইথ করণ সিজন ৭ এ করণ এর অতিথি হিসেবে এসে সিদ্ধার্থ কিয়ারার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একরকম খোলসা করেই দিয়েছিলেন অবশ্য।