অন্য কারোর চরিত্রে ঢুকে সেই মানুষটা হয়ে অভিনয়ে কত যে যন্ত্রণা থাকে, তা আমরা শুনেছি বহু অভিনেতার মুখেই। কিন্তু সে যন্ত্রণা যে এমন আক্ষরিক হবে, কে জানত? শুটিং করতে গিয়ে সত্যিই আঘাত পেলেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)।
অ্যামাজন প্রাইম ভিডিয়ো (Amazon Prime Video) ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ (Indian Police Force)-এর শ্যুটিংয়ে গোয়াতে শ্যুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেতা। সেলফি তুলে সেই ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন সিদ্ধার্থ। অ্য়াকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোট পান সিদ্ধার্থ। যদিও অভিনেতার চোট খুব সামান্য, তাই চিন্তার কোনও কারণ নেই অনুরাগীদের। সিরিজের প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
'মিস্টার কোচ, তুমি আমাদের গর্বিত করলে' টমাস কাপ জয়ের পর প্রেমিককে লিখলেন তাপসী
প্রসঙ্গত, এই প্রথম একসঙ্গে কাজ করছেন রোহিত এবং সিদ্ধার্থ। আর অভিনেতারও এই সিরিজ দিয়েই ওটিটি তে অভিষেক।