বিয়ের সকাল থেকে আকাশের মন ভার। বৃষ্টি থামার নাম নেই। তা বলে কনে কি মন খারাপ করে থাকবেন? এক ছাদের তলায় গায়ে হলুদ হল সন্দীপ্তা সৌম্যর।
গায়ে হলুদে কনে সন্দীপ্তা সেন সেজেছেন হলদে শিফন শাড়িতে। বিয়ের সকালের কনে যেন ঠিক সকাল বেলার সূর্য। হবু বরের পরনেও হলুদ পাঞ্জাবি। একই সঙ্গে এক ছাদের তলায় হল বর কনের গায়ে হলুদ। দুজনকেই দারুণ দেখাচ্ছে আজ। এ যেন হেমন্তে হলুদ বসন্ত।
আজ সন্ধেয় শহরের এক নামি ব্যাঙ্কোয়েটে বসবে বিয়ের আসর। বৈদিক মতে চারহাত এক হবে সৌম্য-সন্দীপ্তার।