আহত Bollywood Actor সইফ আলি খান ।
ছুরি দিয়ে কোপানো হল সইফকে।মুম্বইয়ে নিজের বাড়িতেই আক্রান্ত অভিনেতা। জানা গিয়েছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহত সইফকে।
মুম্বইয়ের বান্দ্রা এলাকায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে সইফ তাঁর স্ত্রী অর্থাৎ বলিউড অভিনেত্রী করিনা কপূ্র, দুই সন্তান, ৮ বছরের তৈমুর এবং ৪ বছরের জেহকে নিয়ে থাকেন , বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। প্রাথমিক ভাবে মনে করছে ডাকাতির উদ্দেশ্যেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সইফের বাড়িতে আসে । ওই দুষ্কৃতীকে আটকাতে গিয়ে আহত হন সইফ।অভিযোগ তাঁকে ৬ বার ছুরি দিয়ে কোপায় সেই দুষ্কৃতী।
লীলাবতী হাসপাতালের COO ডাক্তার নীরজ উত্তমানি জানান, ভোর সাড়ে ৩টে নাগাদ সইফকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।বলিউড অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর , একটি ক্ষত শিরদাঁড়ার কাছে । সইফের অপারেশন করা হবে ।
লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরজ উত্তমানি জানান, ভোর সাড়ে ৩টে নাগাদ সইফকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। সইফ শিরদাঁড়াতেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হচ্ছে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে।