Saif Ali Khan: সইফ আলি খান নিজেই 'আততায়ী', কেন এমন দাবি জানেন?

Updated : Jan 17, 2025 14:52
|
Editorji News Desk

সইফ আলি খানকে ছুরির কোপ। নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এব‌ং তাঁর পরিবারের অন্য সদস্যেরা। আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতী।

এবার আমরা দেখে নেবো সেইসব সিনেমাগুলোর সম্বন্ধে যেগুলিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন সইফ আলি খান:

এক হাসিনা থি

২০০৪ সালে রিলিজ করেছিল রামগোপাল বর্মা প্রযোজিত এবং শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি 'এক হাসিনা থি'। যে ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান, উর্মিলা মাতন্ডকর প্রমুখ। এই ছবিতে প্রথমবারের জন্য নেগেটিভ চরিত্রে বড়পর্দায় এসেছিলেন সইফ আলি খান। এই ছবিতে সইফ আলি খান অভিনীত চরিত্রে অভিনয় করেছিলেন করণ সিং রাঠোর। সিনেমার শুরুতে সইফ অভিনীত চরিত্রটিকে দেখে মনে হচ্ছিল, তিনি আসলে সরল সাধাসিধে চিরপ্রেমিক। কিন্তু, সিনেমা এগোতেই দেখা গেল যে, ছবিটির 'ভিলেন' আসলে তিনিই! 

রেস

২০০৮ সালে রিলিজ করেছিল আব্বাস-মাস্তান পরিচালিত ছবি 'রেস'। এটিও একটি সাসপেন্স থ্রিলার। এই থ্রিলারে অভিনয় করেছিলেন সইফ আলি খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ। সইফ আলি খান অভিনীত চরিত্র রণবীর সিং একজন বড় বিজনেসম্যান। প্রথমে মনে হচ্ছিল, তিনি অত্যন্ত সহজ সরল সাধাসিধে একজন। তারপর দেখা গেল, সিনেমায় যা যা দেখছিল দর্শক, তার পুরোটাই আসলে সইফ আলি খান অভিনীত চরিত্রটিরই পরিকল্পনা। সবটাই ঘটছে তাঁর পরিকল্পনামাফিক। 

ওমকারা

২০০৬ সালে ক্রাইম ড্রামা 'ওমকারা' বিশাল ভরদ্বাজ পরিচালিত ছিল শেক্সপিয়রের ওথেলো নাটকের একটি রূপান্তর। উত্তর প্রদেশের একটি শহরে অবস্থিত সইফ ঈশ্বর ওরফে ল্যাংড়া ত্যাগী চরিত্রে অভিনয় করেছেন এবং তার নেগেটিভ চরিত্রে অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। এই সিনেমায় মুখ্যভূমিকায় ছিলেন অজয় দেবগণ। এছাড়াও, অভিনয়ে ছিলেন করিনা কাপুর খান, বিবেক ওবেরয়, বিপাশা বসু এবং অন্যান্যরা।  ছবিটি সুপারহিট হয়েছিল। 'ল্যাংড়া ত্যাগী' চরিত্রের জন্য সমালোচকদের প্রশংসা এবং দর্শকদের ভালবাসাও পেয়েছিল এই সিনেমাটি। অনেক পুরস্কারও পেয়েছিলেন তিনি। 

আদিপুরুষ

সইফ আলি খান এই প্রথমবার কোনও মহাকাব্যের ভিত্তিতে তৈরি সিনেমায় অভিনয় করলেন। ২০২৩ সালে রিলিজ করা 'আদিপুরুষ' সিনেমাটি ওম রাউত পরিচালিত। এই ছবিতে লঙ্কেশের চরিত্রে অভিনয় করেন সইফ। যা 'রামায়ণ'-এর চরিত্র রাবণের উপর ভিত্তি করে তৈরি। ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রভাস। এই ছবিতে প্রায় আট-ন'ফুট লম্বা সইফ আলি খানকে দেখে আতঙ্কিত হয়ে উঠেছিলেন দর্শক। ছবিটি ভিএফএক্সের জন্য সমালোচনার মুখোমুখি হলেও সইফ আলি খানের অভিনয় প্রশংসিত হয়েছিল।

Saif Ali Khan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ