Puraton Movie : 'পুরাতন'-এ ধুলো সরিয়ে নতুন করে চেনা, ভিনটেজ গাড়িতে চড়ে টিজার রিলিজ ঋতুপর্ণার

Updated : Jan 22, 2025 16:41
|
Editorji News Desk

পুরানো সেই দিনের কথা, ভুলবি কি রে...

গানে গানে সেই কবে বলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । সত্যি তো পুরনো দিনের কথা কি ভোলা যায় ? পুরনো যা কিছু, তা তো সবসময় অমূল্য । ওই যে কথায় আছে না, Old is gold...কিন্তু, আধুনিকতার জোয়ারে ভেসে যা কিছু পুরনো, তাতে ধুলোর প্রলেপ জমে । তা কোনও জিনিস হোক বা কোনও সম্পর্ক...কিন্তু, একবার ভেবে দেখুন তো, পুরনো আছে বলেই তো নতুন-এর আগমন । ঠিক এমনই এক গল্প নিয়ে আসছে নতুন বাংলা ছবি 'পুরাতন' । মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । আর এই সিনেমার সবথেকে বড় চমক  শর্মিলা ঠাকুর । দীর্ঘ ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা । চলচ্চিত্র জগতের 'পুরাতন' শিল্পী অথচ চিরকালীন, চির নবীন । বাংলা নববর্ষে 'পুরাতন'-এর গল্প বলবেন ঋতুপর্ণা । সম্প্রতি, সিনেমার টিজার মুক্তি পেয়েছে  । সেখানেও ছিল চমক । রয়্যাল কলকাতা টার্ফ ক্লাবে, ভিনটেজ গাড়িতে চড়ে পুরাতন-কে তুলে ধরলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । 

সুমন ঘোষের পরিচালনায় পুরাতন মুক্তি পাচ্ছে ১১ এপ্রিল । শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত । সিনেমায় শুধু অভিনেত্রী নন, পুরাতন-এ ঋতুপর্ণা একইসঙ্গে প্রযোজকও । 'ভাবনা আজ ও কাল'-এর ব্যানারে তৈরি হয়েছে সিনেমা । মা-মেয়ের সম্পর্কই দেখানো হবে গল্পে । মায়ের ভূমিকায় শর্মিলা ঠাকুর ও মেয়ের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত । সিনেমায় শর্মিলার জামাইয়ের ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত । 

সদ্য মুক্তি প্রাপ্ত টিজারে দেখা গেল, সিনেমার তিন মুখ্য চরিত্রকে । টিজারের শুরুটাই হচ্ছে, একটা স্টোর রুম থেকে, যেখানে শুধু পুরনো জিনিসের পাহাড়, তাতে ধুলো জমেছে । ধুলো জমেছে স্মৃতিতেও । কিন্তু, পুরনোতেই বাঁচতে চান শর্মিলা । ১৯৭৫ সালের ব্যাঙ্কের পাসবইও রেখে দিয়েছে, কারণ তাতে রয়ে গিয়েছে স্বামীর স্মৃতি, তাঁর হাতের লেখা । তারপর শর্মিলাকে বলতে শোনা যায়, Ancient-এর বাংলা কী ? প্রাচীন ? টিজার শেষ হচ্ছে শর্মিলার এই সংলাপ দিয়ে...যেখানে থেকে গেল একটা প্রশ্নচিহ্ন । আর তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে ১১ এপ্রিল পর্যন্ত । 

জানেন কি ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেয়েছে পুরাতন । পাশাপাশি শর্মিলা ঠাকুর পেলেন সেরা অভিনেত্রীর শিরোপা । গত বছর ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট...এই তিনদিন অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব । সেখানে ওপেনিং নাইট সিনেমা হিসেবে 'পুরাতন' দেখানো হয় । সেখানে বেশ প্রশংসিত হয় তাঁদের সিনেমা । এছাড়া, মুম্বই চলচ্চিত্র উৎসবেও সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিং হয় গত বছর । 

পুরাতন সিনেমার সম্পদ শর্মিলা ঠাকুর । তা বলাই বাহুল্য। ১৪ বছর পর বাংলা ছবিতে কামব্যাক । শর্মিলার শেষ বাংলা ছবি অন্তহীন । ২০০৭ সালে মুক্তি পায় ছবিটি । পর্দা থেকে বহুদিন বিরতি নিয়েছিলেন শর্মিলা । তবে, ২০২৩ সালে ‘গুলমোহর’ সিনেমা দিয়ে কামব্যাক করেন । তাও আবার ওটিটিতে । তবে, বহুদিন পর আবারও বড়পর্দায় শর্মিলাকে দেখার জন্য উৎসাহী বাংলার দর্শকরা ।

Movie

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ