হাতের উপর হাত রাখা সহজ নয়
সারাজীবন বইতে পারা সহজ নয়
হাতের উপর হাত রেখে তারাও হেঁটেছিলেন অনেকটা পথ। দুই বছর। সত্যিই সময়টা তো কম নয় । যার প্রতিটা মুহূর্ত বেঁচেচেন একসঙ্গে । কাঁধে মাথা রেখে হয়তো ছোট্ট একফালি সুখ সাজানোর স্বপ্নও দেখেছিলেন । কিন্তু, সব স্বপ্ন তো সত্যি হয় না । প্রেম যেমন কোনও শর্ত মেনে হয় না, বিচ্ছেদও তাই । ব্রেক-আপ কারও কাছেই সুখের নয় । তাঁদের কাছেও ছিল না । ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ঋতাভরী ও সৃজিতের চর্চিত প্রেম নিয়ে । তবে, প্রেম ভাঙলেও সৃজিত কিন্তু এখনও ঋতাভরীর কাছে 'গুবলু'। একটা সময় দু'জনের প্রেম ছিল ওপেন সিক্রেট, তবে ব্রেক-আপ নিয়ে কোনওদিন মুখ খোলেননি তাঁরা । ব্রেক-আপের পর দীর্ঘদিন মুখ দেখাদেখি বন্ধ । তবে, দূরত্ব ভূলে এখন তাঁরা খুব ভাল বন্ধু । সম্প্রতি, সৃজিত ও ঋতাভরীকে নিয়ে ফের চর্চা চলছে পেজ থ্রি-তে । নেপথ্যে অভিনেত্রীর একটি কমেন্ট । যেখানে ঋতাভরীর অকপট স্বীকারক্তি, তাঁর জন্যই সৃজিতের হৃদয় ভেঙেছে ।
জানা গিয়েছে, চতুষ্কোণ ছবিতে সৃজিতের পরিচালনায় একটি চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী । সেই সময় থেকেই নাকি তাঁদের ঘনিষ্ঠতা । তবে, প্রেম জমে ওঠে কাকাবাবু সিরিজের 'ইয়েতি অভিযান'-এর শুটিংয়ে । তারপর থেকে বিভিন্ন পার্টি হোক বা এয়ারপোর্ট...ক্যামেরাবন্দী হয়েছেন দু'জনে । তারপর হঠাৎ তাঁদের সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসে ।
ঠিক কেমন ছিল ঋতাভরী ও সৃজিতের সম্পর্ক ? কেন সৃজিতের থেকে দূরে সরে গেলেন অভিনেত্রী...অনেকের মনে এই প্রশ্নগুলোই এখন উঠে আসছে নিশ্চয় । সব প্রশ্নের উত্তর কিন্তু নিজেই দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী । সম্প্রতি, একটি পডকাস্টে মনের জানালা খুলে দিলেন । ঋতাভরীকে বলতে শোনা যায়, হৃদয় ভেঙেছেন তিনিই । ভুল করেছেন, তাও স্বীকার করে নিয়েছেন । ঋতাভরীর কথায়,'আমি এই নিয়ে কখনও কোথাও কথা বলিনি। ও যা ইচ্ছে বলুক। ও একটা পাগল ! আমার কাছে ও এরকমই।' অভিনেত্রী জানিয়েছেন, ৭-৮ বছর তাঁদের কোনও যোগাযোগ ছিল না । প্রেম ভাঙা নিয়ে বহুরূপী অভিনেত্রী বলেন, 'অনেকগুলো বছর আমি ভেবেছি, ও আমাকে ঘৃণা করে । কোনও সম্পর্ক শেষ করারও না আসলে একটা ডিগনিটি থাকে । যার যা ইচ্ছে রাগ থাক গুবলুকে নিয়ে, আমি যা করেছি সত্যি ভুল । আসলে, নিজের উপরেই বা কী রাগ করব । তখন আমার বয়স মাত্র ২৪ বছর। আমরা অনেকগুলো বছর তাই কথাই বলিনি ।"
তবে, সৃজিত-ঋতাভরী এখন খুবই ভাল বন্ধু । কীভাবে দু'জনের সম্পর্ক ঠিক হল ? এটার ক্রেডিটও কিন্তু সৃজিতকেই দিচ্ছেন ঋতাভরী । অভিনেত্রী বলেন, 'ও খবরের কাগজে পড়েছিল, আমার আর তথাগতর ( প্রাক্তন প্রেমিক) বিয়ে । তারপর আমাকে ম্যাসেজ করেছিল, ফিশ ওরলিটা হবে তো বিয়েতে…' । বাকিটা তো সকলেরই জানা । সম্প্রতি, ঋতাভরীর সঙ্গে ছবি শেয়ার করেন সৃজিত । ক্যাপশনে লেখেন, 'জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো?/ অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?' অভিনেত্রীর ২০২৫ সালের ক্যালেন্ডার লঞ্চেও বিশেষ অতথি ছিলেন পরিচালক ।
ঋতাভরী জানাচ্ছেন, সৃজিতের থেকে ভাল সঙ্গী আর হয় না । অভিনেত্রীর কথায়, 'আমার কাছে ও হচ্ছে গুবলু। ও এমন একজন মানুষ যাকে আমি, আমার মা খুব পছন্দ করি। মিষ্টি। খেতে ভালোবাসে। কাজ পাগল। ছবির জন্য প্রাণ দিতে পারে। ডিনার টেবিলে ওর মতো ভাল সঙ্গী আর হয় না।'