আবারও বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত । হ্যাঁ ঠিকই শুনেছেন । পাকিস্তানের এক অভিনেতার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন রাখি । বলিউড এখন শুধুই রাখির বিয়ের খবরে সরগরম । নিউজপেপারের হেডলাইন হোক বা টিভির ব্রেকিং, রাখি সর্বত্র ঝড় তুলেছে । সত্যিই কি বিয়ে করছেন নাকি সবটাই গুজব? সম্প্রতি, এই বিষয়ে মুখ খুলেছেন বলিউডের ড্রামা কুইন ।
রাখি প্রেম করছেন, এখবর একেবারেই সত্যি । আর তাঁর প্রেমিক পাকিস্তানেরই অভিনেতা ও একজন পুলিশ অফিসার । নাম দোদি খান । দু'জনের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিয়েছেন রাখি নিজেই । এক সংবাদমাধ্যমকে রাখি সাওয়ান্ত বলেন, "ও আমার প্রেম । আমরা একে অপরকে ভালবাসি । ও পাকিস্তানের । আমি ভারতের ।"
সর্বসমক্ষে রাখি-কে বিয়ের প্রস্তাব দিয়েছেন দোদি । রাখি জানিয়েছেন, তিনি রাজিও হয়েছেন । জানা গিয়েছে, ইতিমধ্যেই লাহোর উড়ে গিয়েছেন রাখি । সেখানেই কি বিয়ে ? জানা গিয়েছে, ভারতেই বিয়ে হবে । আর ইসলামিক রীতি মেনে তাঁদের বিয়ে হবে । বিয়ের পর সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা রয়েছে । তবে, রাখি বিয়ের পর কোথায় থাকবেন, ভারতে নাকি পাকিস্তানে ? জানা গিয়েছে, বিয়ের পর দু'জনে দুবাইয়ে থাকবেন ।
দুই বছর আগেই প্রাক্তন স্বামী আদিল খান দুরানির সঙ্গে ডিভোর্স হয় রাখি সাওয়ান্তের । সেইসময় আদিলের বিরুদ্ধে শারীরিক-মানসিক অত্যাচারের অভিযোগ তুলেছিলেন তিনি । রাখির আরও অভিযোগ ছিল, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন আদিল । এবার রাখির আরও অভিযোগ, আদিল তাঁকে হিংসে করেন । রাখির বিয়ের খবর সহ্য করতে পারছেন না । সেকারণে তাঁর নামে ভুলভাল খবর ছড়ানো হচ্ছে ।
উল্লেখ্য, ২০২৩ সালে আদিল ও রাখির বিবাহবিচ্ছেদ হয় । রাখির অভিযোগের ভিত্তিতে, ২০২৩ সালে গ্রেপ্তার করা হয় আদিলকে । পাঁচ মাস জেলে থাকার পর মুক্তি পান আদিল । এর আগে রীতেশ রাজ সিংয়ের সঙ্গেও বিয়ে হয়েছিল রাখির । কিন্তু ২০২২ সালে আলাদা হয়ে যান তাঁরা ।
রাখি সাওয়ান্ত যেখানে, সেখানে কন্ট্রোভার্সি থাকবে না তা কি হয় । একইসঙ্গে ঠোঁটকাটা । তাঁকে সবসময় ঘিরে থাকে বিতর্ক । দোদি খানের সঙ্গে বিয়ে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে । কমেন্ট বক্স ভরে গিয়েছে সমালোচনায় । কেউ বলছেন, এবার যেন পুরোপুরি কমিটেড থাকেন রাখি । আবার কেউ বলছেন বিয়ে করার জন্য ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রাখি । যদিও, বরাবরের মতো সেসব বিতর্কে কান দিতে নারাজ রাখি । বলিউডের ড্রামা কুইন যে নিজের শর্তেই বাঁচেন ।