জেন ওয়াই-এর হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ইন্ডাস্ট্রির কাউকেই নাকি বোন পাতিয়েছেন, তা ব্যাপারখানা কী? রাখি তে কত খসল দাদার? না খসেনি, বরং লক্ষ্মী লাভের যোগ আছে। রয়াল লাইফে নয়, রিল লাইফে ভাই বোন হিসেবে জুটি বাঁধছেন পরমব্রত এবং দর্শনা বনিক (Darshana Banik)। টলিউডে নয়, পাড়ি দিচ্ছেন মুম্বই।
দুজনেরই অবশ্য হিন্দিতে এটাই প্রথম কাজ নয়। তবে দর্শনা-পরমের একসঙ্গে হিন্দিতে এই প্রথম কাজ।
Tricolour fashion law: স্বাধীনতা উদযাপনে গায়ে তেরঙ্গা জড়াবেন? দেশের আইনের সব খুটিনাটি জানেন তো?
ছবির নাম 'নোটারি'। কথাবার্তা প্রায় পাকা। টিনসেল টাউনে গিয়েই ফাইনাল স্ক্রিপ্ট শুনে নেবেন অভিনেত্রী। তাঁর চরিত্র এক কলেজ ছাত্রীর, সত্যি কথা বলা যার ধাতে নেই। দাদা আবার সাক্ষাৎ যুধিষ্ঠির। আপাতত নতুন কাজ নিয়ে ভীষণ উত্তেজিত দর্শনা।