সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক শোলক সারি। একঝাঁক তাবড় অভিনেতাদের সঙ্গে ডেব্যু করছেন হিয়া অধিকারী এবং সুকন্যা চক্রবর্তী। ব্লুজ প্রোডাকশনের এই ধারাবাহিকের গল্প লিখেছেন স্নেহাশীষ চক্রবর্তী। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনন্য, মৈত্রী মিত্র, সুজন মুখোপাধ্যায় মতো অভিনেতারা।
সিরিয়ালের প্রেস কনফারেন্সে পৌঁছে গিয়েছিল এডিটরজি বাংলা। কথা হল ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে। ভ্যালেন্টাইন্স ডে-তে প্ল্যান কী তাঁদের ? জানালেন আমাদের।