'গ্রামের রানি বীণাপাণি’-র পর এবার নতুন ধারাবাহিকে দেখা যাবে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অ্যান মেরি টমকে। বিপরীতে থাকবেন একদম নতুন এক নায়ক। নাম সিদ্ধার্থ সেন। আগে মুম্বইতে কিছু কাজ করলেও টলিউডে এই প্রথম পা রাখতে চলেছেন তিনি। 'বীণাপাণি'র সঙ্গে তাঁর কেমিস্ট্রি ঠিক কতটা জমে, সেটাই এখন দেখার।
নতুন ধারাবাহিকটির নাম ‘ফাগুনের মোহনা’। অ্যান যে চরিত্রে অভিনয়,করছেন, তার নাম রুমঝুম। সে একেবারেই সিধাসাদা এক গ্রামের মেয়ে। অন্যদিকে আয়ুষের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। আয়ুষ একজন সুপারস্টার অভিনেতা। খ্যাতি, অর্থের পাশাপাশি যার দম্ভেরও অন্ত নেই। রুমঝুম ভীষণ পছন্দ করে আয়ুষকে। কিন্তু আয়ুষ তো রুমঝুমের কথা জানেই না। তার কাছে রুমঝুম ভিড়ের মধ্যে থাকা একজন মাত্র। অথচ এই আয়ুষের জন্যই ঘর ছাড়ে রুমঝুম। বড় শহরে কেমন করে আয়ুষের দেখা পাবে সে? এই নিয়েই এগোবে ধারাবাহিকের প্লট।
প্রথম দিকে বেশ জনপ্রিয় হয়েছিল 'বীণাপাণি', যদিও পরের দিকে দর্শকদের একাংশ জানিয়েছিলেন, ধারাবাহিকটি বেশ একঘেয়ে। এবার নতুন ধারাবাহিকে পুরনো বীণাপাণি কতটা সফল হন, সেটাই দেখার।