টলিউড, বলিউড মিলিয়ে ৪ দশকের বেশি সময় ধরে রাজত্ব করেছেন মিঠুন (Mithun Chakraborty) (Disco Dancer)। আজ ডিস্কো ডান্সারের ৭২ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা।
এভারগ্রিন মিঠুনের কাছে যদিও বয়স শুধুমাত্র একটা সংখ্যাই। ১৯৭৬ এ 'মৃগয়া' দিয়ে বলিউডে ডেব্যু। ১৯৮২ এর সুপার ডুপার হিট 'ডিস্কো ড্যান্সার', মিঠুনের খ্যাতি দেশ ছাড়িয়ে পৌঁছল তৎকালীন সোভিয়েত ইউনিয়নেও। সব মিলিয়ে সাড়ে চার দশকের ফিল্মি কেরিয়ারে মিঠুনের অভিনীত ছবির সংখ্যা ৩৫০ এর বেশি। অভিনয়ের অসাধারণ দক্ষতা মিথুনকে এনে দিয়েছে তিন তিনটি জাতীয় পুরস্কার।
Iskabon: রক্তে লেখা মাওবাদী পোস্টারে ছেয়ে গেল শহর কলকাতা, ব্যাপার কী?
শেষ কয়েক বছরে বাংলা টেলিভিশন জগতেও জনপ্রিয় মুখ হয়েছেন মিঠুন। কখনো সঞ্চালকের ভুমিকায় দেখা গিয়েছে 'দাদাগিরি'তে, কখনো ড্যান্স বাংলা ড্যান্সে।
সম্প্রতি জানা গিয়েছে, মৃগয়া'-র ৪৬ বছর পর ফের একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধছেন মিঠুন- মমতা শঙ্কর। 'প্রজাপতি' (Projapoti)-তে দেখা যাবে এই জুটিকে ।