বৃহস্পতিবার সকাল থেকেই খবরের শিরোনামে বউবাজার। দুর্গা পিতুরি লেনে এসে পৌঁছলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার বীনিত গোয়েল। ঘটনাস্থল পরিদর্শন করছেন তাঁরা।
বাড়িতে বিশাল ফাটল, তবু বাড়ি ছাড়তে নারাজ বউবাজারের এক বাসিন্দারা। বাসিন্দাদের রাজি করাতে ঘটনাস্থলে গেলেন কাবৌবাজারের দুর্গা পিতুরি লেনের স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। বাড়িতে ফাটল ধরা সত্ত্বেও এক বাসিন্দা বাড়ি ছাড়তে না চাওয়ায় তাঁকেই রাজি করানোর চেষ্টা করেন কাউন্সিলর।
বৃহস্পতিবার সকালে দেখা যায়, দুর্গা পিতুরি লেন এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছ। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশে যেখানে মেট্রো রেলের কাজ চলছিল, সেটিও বন্ধ রাখা হয়েছে।
তিন বছর পর আবার খবরের শিরোনামে মধ্য কলকাতার (Central Kolkata) বউবাজারের (Bowbazar) দুর্গা পিতুরি লেন। বুধবার সন্ধ্যেবেলা ফের একবার সেই একই জায়গায় মেট্রো রেলের (Metro Rail) কাজের জন্য় ফাটল দেখা দিল। যার জেরে উত্তেজনা ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-Wast Metro) কাজ চলছে বউবাজার চত্বরে। এদিন সন্ধ্য়ায় দুর্গা পিতুরি লেনের প্রায় ১০টি বাড়ির গায়ে ফাঁটল দেখা দেয়। রাত বাড়ার সঙ্গে ফাটল বাড়তে থাকে। ফলে এলাকাবাসীর মধ্যে ফের আতঙ্ক গ্রাস করতে শুরু করে।
মেট্রো রেল কর্তৃপক্ষ যোগাযোগ করেননি, অভিযোগ বাসিন্দাদের।