মালাইকা অরোরার বাবা অনিল অরোরা আত্মহত্যা করেছেন, এমনটাই জানা গিয়েছে মুম্বই পুলিশ সূত্রে। একটি বহুতলের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। এখনও পর্যন্ত ঘটনায় কোনোও সুইসাইড নোট পাওয়া যায়নি।
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না বলেই খবর। তিনি পুনেতে ছিলেন। ঘটনার খবর পেয়ে মুম্বইতে আসেন অভিনেত্রী।
মালাইকা এক সাক্ষাৎকারে আগে জানিয়েছিলেন, মাত্র ১১ বছর বয়সে তাঁর বাবা-মা অনিল অরোরা এবং জয়েস পলিকার্পের বিবাহবিচ্ছেদ হয়েছিল। অনিল অরোরার মৃত্যুর খবর পেয়ে মালাইকার বাড়িতে পৌঁছন অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খান ও।