বুধবার হঠাৎ খবর এল আত্মঘাতী হয়েছেন মালাইকা অরোরার বাবা অনিল কুলদীপ মেহেতা। ওইদিন সকাল ৯টা নাগাদ উদ্ধার হয় নায়িকার বাবার দেহ। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, অনিল অরোরা বহুতলের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না বলেই খবর। তিনি পুনেতে ছিলেন। ঘটনার খবর পেয়ে মুম্বইতে আসেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, এমন চরম সিদ্ধান্ত নেওয়ার আগে মালাইকা ও অমৃতাকে ফোন করেছিলেন তাঁদের বাবা। কী বলেছিলেন ঠিক?
দুই মেয়েকে ফোন করে শেষ বেলায় বাবা বলেছিলেন, তিনি আর পারছেন না, তিনি ক্লান্ত। এই কথা পুলিশকে জানায় মালাইকা এবং অমৃতা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, প্রবল হাঁটুর ব্যথাও ছিল। ওষুধের উপরেই থাকতেন অনিল। কিন্তু কী এমন হল যে, ৬২ বছর বয়সি অনিল কেন নিজের জীবন শেষ করলেন? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। বাবার এহেন পরিণতিতে পাথর দুই বোনও।
ডিভোর্স হয়ে গেলেও একসঙ্গে থাকতেন মালাইকার বাবা মা। অভিনেত্রীর মা পুলিশকে জানান, সেদিন সকালেও তিনি মন দিয়ে পেপার পড়ছিলেন। অনেকক্ষণ আওয়াজ না পেয়ে বারান্দায় যান মালাইকার মা। তারপর বারান্দা থেকে নিচে ঝুঁকে প্রাক্তন স্বামীর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।
মালাইকা এক সাক্ষাৎকারে আগে জানিয়েছিলেন, মাত্র ১১ বছর বয়সে তাঁর বাবা-মা অনিল অরোরা এবং জয়েস পলিকার্পের বিবাহবিচ্ছেদ হয়েছিল। অনিল অরোরার মৃত্যুর খবর পেয়ে মালাইকার বাড়িতে পৌঁছন অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খান। গিয়েছিলেন সেলিম খান, অর্জুন কাপুররাও।