Arjun-Malaika : অর্জুন-মালাইকার সম্পর্কে 'তৃতীয় ব্যক্তি' ! প্রেম ভাঙছে তারকা জুটির ?

Updated : Aug 25, 2023 14:29
|
Editorji News Desk

অসমবয়সী প্রেম, সম্পর্ক নিয়ে বরাবরই চর্চায় অর্জুন-মালাইকা (Arjun Kapoor-Malaika Arora) । যদিও ভালবাসার সামনে বয়স যে কিছুই নয়, তা বারে বারে প্রমাণ করেছেন এই জুটি । শীঘ্রই বিয়ে করার কথাও রয়েছে । কিন্তু, এসবের মধ্যে সম্প্রতি বলিউডে (Bollywood) জোর গুঞ্জন ছড়িয়েছে, ব্রেক আপ হয়েছে তারকা যুগলের । আর তার কারণ তৃতীয় ব্যক্তি । খবর রটেছে, অর্জুন নাকি মালাইকাকে ছেড়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার (Kusha Kapila) সঙ্গে প্রেম করছেন ! সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন কুশা ।

দিনকয়েক আগেই স্বামী জোরওয়ার আলুওয়ালিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কুশা । এদিকে, অর্জুনের সঙ্গে মালাইকার ব্রেক আপের খবর ছড়ায় । এসবের মধ্যেই করণ জোহরের পার্টিতে একসঙ্গে দেখা যায় কুশা ও অর্জুনকে । তারপর থেকেই অর্জুন-কুশার সম্পর্ক নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা । যদিও সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন কুশা । একইসঙ্গে নিজের ব্রডকাস্ট চ্যানেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন কুশা ।

আরও পড়ুন, Shoojit Sircar: সাফল্যের চাবিকাঠি বাঙালিয়ানাই, 'সর্দার উধম'-এর জাতীয় পুরস্কার জয়ের পর জানালেন সুজিত সরকার
 

কুশা জানান, রোজ নিজের ব্যাপারে এত ফালতু সব খবর পড়ছেন যে তাঁর মনে হচ্ছে নিজের কাছে নিজেরই একটা ফর্মাল ইন্ট্রোডাকশন প্রয়োজন হয়ে পড়েছে । তিনি আশা করছেন, আর প্রার্থনা করছেন, যেন তাঁর মায়ের কানে যেন এসব কথা না যায় । তাহলে অসুস্থ হয়ে পড়বেন তিনি ।

কুশার কথাতে বোঝাই গেল, অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের যে গুঞ্জন ছড়াচ্ছে, তা সত্যিই নয় । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অর্জুন । এর আগেও অবশ্য অর্জুন-মালাইকার প্রেম ভাঙার খবর ছড়িয়েছিল । কিন্তু, বারবার তাতে জল ঢেলে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করেছেন অর্জুন ও মালাইকা ।

২০১৬-১৭ সাল নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টানেন মালাইকা । তার পর থেকেই অর্জুন কপূরের সঙ্গে প্রেম মালাইকা অরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনও লুকোচুরি নেই যুগলের । ২০২১ -এ নিজেদের সম্পর্ককে অফিশিয়াল করেন তাঁরা । 

দু’জনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের । তার উপরে,মালাইকা এক সন্তানের মা । অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে । সাধারণ সমাজে এধরনের অসমবয়সী প্রেমকে এখনও বাঁকা চোখেই দেখা হয় । কিন্তু, তাঁরা দেখিয়ে দিয়েছেন, তাঁদের ভালবাসা আসলে সব বিতর্ক, সমালোচনা, বয়সের ঊর্ধ্বে । তাঁদের প্রেম এখন অনেকের কাছে উদাহরণ হয়ে উঠেছে । শীঘ্রই দু'জনের বিয়ে করার খবরও সামনে এসেছে ।

Arjun Kapoor

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ