১০০ পর্ব পেরিয়ে গেল জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া' (Star Jalsa serial)। চিত্রনাট্যের একের পর এক রূদ্ধশ্বাস মোচড়ে প্রতিদিনই এই ধারাবাহিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন (Star Jalsa serial)দর্শকরা। ১০০ পর্ব হয়ে যাওয়ার পর প্রেমও আর দূরে থাকছে না ঋদ্ধি এবং খড়ির জীবন থেকে। আর এইসবের মধ্যেই ১০ পয়েন্ট নিয়ে দর্শকের বিচারে সেরা ধারাবাহিক হিসেবে বিবেচিত হল 'গাঁটছড়া'।
আরও পড়ুন: নৈশ কার্ফু প্রত্যাহারের ঘোষণা, নতুন নির্দেশিকা জারি নবান্নের
টিআরপি-র রেটিং অনুযায়ী, চলতি সপ্তাহে সবার আগে স্টার জলসাই। তার পরেই রয়েছে জি বাংলার ধারাবাহিক (Zee Bangla serial) 'মিঠাই'।
তালিকা অনুযায়ী ৯.১ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। ৮.৫ পেয়ে চতুর্থ ‘উমা’। পঞ্চম ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকের ঝুলিতে ৮.৪ পয়েন্ট।
যদিও, বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন 'মিঠাই'-এর প্রযোজক। তাঁর কথায়, ভালভাবে কাজ করে যেতে পারলে ভাল ফল হবেই।