বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী, কৃষ্ণকুমার কুন্নাথ (KK)। এখন অবশ্য তাঁর নামের আগে যোগ করা হয় দুটো শব্দ, সদ্য প্রয়াত। শিল্পীর জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত, শেষ গান এই সবের সাক্ষী থেকেছে এই শহর। গায়কের অকাল প্রয়াণ যেন রিক্ত করেছে এই শহরকে। কেকে-র আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তিলোত্তমা। বুকে গভীর ক্ষত নিয়েই কলকাতায় শুরু হল কেকে-র ফ্যান ক্লাব (kk fan club in Kolkata)।
অমৃতা সিং, এক কেকে ভক্ত, সেদিন উপস্থিত ছিলেন নজরুল মঞ্চের শেষ কনসার্টে। সুরের রেশ নিয়ে ফিরছিলেন বাড়ি। ফিরতে পথেই শোক সংবাদ পান অমৃতা। মূলত তাঁর ব্যক্তিগত উদ্যোগেই তৈরি হল কেকে র ফ্যান ক্লাব।
সলমনকে প্রাণনাশের হুমকি! গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞসাবাদ মুম্বই পুলিশের
এলগিন রোডের ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটির পাশে অবস্থিত ফ্যান ক্লাবের অনলাইন এবং অফলাইন রেজিস্ট্রেশন চলছে। ফ্যান ক্লাবের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ক্লাবের সদস্যরা। অনামী প্রতিভারা যাতে প্রচারের আলোয় আসতে পারেন, সেই চেষ্টাটুকু করা হবে। আর এই আন্তরিক চেষ্টার মধ্যে দিয়েই তাঁদের শহরে ছড়িয়ে থাকবে কেকে-র স্মৃতি।