দিনটা ছিল ৩১ মে। কলকাতায় শো করতে এসে আর বাড়ি ফেরা হয়নি বলিউডের জনপ্রিয় গায়ক কেকে-এর। গান গাইতে গাইতেই মৃত্যপর কোলে ঢলে পড়েছিলেন জনপ্রিয় শিল্পী কেকে (KK)। হৃদরোগে আক্রান্ত হয়ে
বাবার জন্মদিনেই প্রথমবার মঞ্চে উঠলেন কেকে কন্যা (Taamaara Krishna)। স্টেজে লাইভ পারফর্ম করলেন তাঁর শান 'আঙ্কল'এর সঙ্গে। তিনি। নিজের ইনস্টা হ্যান্ডেলে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন।
Anubrata Mondal: অন্য রাজ্যে নেওয়া হোক অনুব্রত-মামলা, সুপ্রিম কোর্টকে ৮২ আইনজীবীর চিঠি
২৩ অগাস্ট ছিল প্রয়াত শিল্পী কেকে-র ৫৪ তম জন্মদিন। তাঁর জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই জীবনে নতুন পথে পা বাড়ালেন কেকে কন্যা তমরা।