১২ জুলাই, এই দিনটাকে মায়ানগরী মনে রাখবে অনেকগুলি কারণে | উপলক্ষ অবশ্যই, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে| এই মেগা ইভেন্টের আমন্ত্রণ পেয়ে গত কয়েকদিনে প্রথম সারির একাধিক আন্তর্জাতিক শিল্পীরা পা রেখেছেন মুম্বইয়ে| আন্তর্জাতিক তারকা কিম কার্দাশিয়ান প্রথমবারের জন্য দেশে পা রাখলেন, সৌজন্যে আম্বানিদের বিয়ে|
তাঁকে দেশীয় ভঙ্গিতে স্বাগত জানিয়েছেন সকলেই| কিম এবং ক্লোয়ে উঠেছেন মুম্বইয়ের তাজমহল হোটেলে| মুম্বইয়ের এই বিলাসবহুল হোটেলে পা রাখতেই, ভারতীয় রীতি মেনে তাঁদের বরণ করে নেওয়া হয় | তিলক ও ফুলের মালা, হলুদ দিয়ে সাজানো হয়েছিল বরণ ডালা| অভিবাদন পেয়ে যারপরনাই খুশি কিমও| নিজের ইনস্টাগ্রামে এমন সব ঝলক শেয়ার করেছেন কিম|
আন্তর্জাতিক শিল্পী তথা জনপ্রিয় হলিউড অভিনেতা এবং রেসলার জন সিনাও ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মুম্বইয়ে| সম্প্রতি ২৩ বছরের কেরিয়ার থেকে অবসর নিয়েছেন জন| ১৬ বারের WWE এই চ্যাম্পিয়নকে বিমানবন্দরে স্বাগত জানান পাপারাজ্জিরা|