১২ জুলাই, এই দিনটিকে মায়ানগরী মনে রাখবে নানা কারণে | উপলক্ষ অবশ্যই, অনন্ত-রাধিকার বিয়ে| এই উপলক্ষে আন্তর্জাতিক একাধিক তারারা পা রেখেছিলেন মুম্বইতে। আমন্ত্রণ পেয়ে প্রথমবারের জন্য ভারতে এসেছিলেন কিম কার্দাশিয়ান এবং তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান।
এদিকে দেশে একের পর এক উৎসব লেগেই রয়েছে। রথযাত্রা উপলক্ষে ইসকনের মন্দিরে মহা-ধুমধাম। সম্প্রতি, পডকাস্টার-লেখক জে শেঠির সঙ্গে কিম এবং ক্লোয়ি পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের ইসকন মন্দিরে।
কিম এবং ক্লোয়ে এদিন পরেছিলেন সম্পূর্ণ ইন্ডিয়ান ট্রাডিশনাল পোশাক। কিমের পরনে ছিল একটি লাল সালোয়ার সঙ্গে দোপাট্টা, আর ক্লোয়ির পরনে ছিল সাদা পোশাক এবং সাদা দোপাট্টা। মন্দিরের পুরোহিতের সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলেন দুই বোন। এদিন কিমকে সম্পূর্ণ অন্যরূপে দেখা গেল। শুধু মন্দির দর্শনই নয়, কিমকে মন্দিরে ভক্তদের প্রসাদ পরিবেশন করতেও দেখা যায়। আন্তর্জাতিক তারাদের ভারত সফরে দেখে চোখ জুড়িয়েছে দেশের অনুরাগীদের।