বাংলার সিনেপ্রেমীরা যে উৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকেন বছরভর, সেই কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। কলকাতাবাসীর বার্ষিক উদযাপনের জন্য বরাদ্দ থাকে একটা গোটা সপ্তাহ। বলছি, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথা। এটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের ৩০ তম বছর। শহরজুড়ে পোস্টার-হোর্ডিং-এ ছয়লাপ। পুরোদমে উদযাপনের প্রস্তুতি।
তিন দশক পার করে ফেলা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের এখন ভরা যৌবন। এই তিন দশকে রাজনৈতিক পালা বদলের পাশাপাশি, কলকাতার সংস্কৃতির বিবর্তনও দেখেছে বাংলা।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানে যেমন দেশ বিদেশের নানান ছবি, ডকুমেন্টারি, শর্টফিল্ম, তেমনই এর বাইরেও অনেক কিছু। আড্ডা, হইহই-গান-গল্প-বিতর্ক। বছরের এ'কটা দিন নন্দন রবীন্দ্রসদন চত্বরে আট থেকে আশির যাতায়াত। ফেস্টিভ্যালের আবহে আমরা, এডিটরজি বাংলার টিম, সেই আমেজটুকুই ধরার চেষ্টা করলাম।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত ফেস্টিভ্যাল চলবে আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। শহরের মোট ২৩ টি প্রেক্ষাগৃহে দেখানো হবে দেশ বিদেশের একগুচ্ছ ছবি। নন্দন, রবীন্দ্রসদন, নজুরুল তীর্থের মতো সরকারি হলের পাশাপাশি, শহরের একাধিক মাল্টিপ্লেক্সেও প্রদর্শিত হবে সিনেমা।