শুরু হচ্ছে কৌন বানেগা কাড়োর পতির সিজন ১৪। আর মহা এপিসোডের প্রথমেই রয়েছে বাংলার জন্য একটা চমক। হট সিটের এপারে, ওপারে দুপারেই দুই বঙ্গ জামাই। বিগ বি-র সঙ্গে অতিথি হিসেবে থাকছেন ভারতের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী।
৭ অগাস্ট শুরু হচ্ছে কৌন বানেগা কাড়োরপতির সিজন ১৪। প্রথম দিনেই সেটে স্বাধীনতার ৭৫ বছরের বিশেষ উদযাপন। সুব্রত ভট্টাচার্যের জামাই ছাড়াও অবশ্য অতিথি হিসেবে থাকছেন আমির খান, মেরি কমরা।
২০০০ সাল থেকে কেবিসি-র মুখ বিগ বি। সোনি টিভির জনপ্রিয় এই কুইজ শো-এর সঙ্গে তাঁর নাম সমার্থক।