শহর কলকাতা সাক্ষী থেকেছে তাঁর শেষ কনসার্টের। মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও এখনও শোক বিহ্বল শহর। তাই কেকে (KK) এবার তিলোত্তমার শারদোৎসবেও। ৫৭ তম বর্ষে উল্টোডাঙার কবিরাজ বাগানের (Ultadanga Kabiraj Bagan Durga Puja) দুর্গাপুজোর এ বছরের থিম কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-ই।
মণ্ডপে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সিলিকন দিয়ে তৈরি কেকে-র মূর্তি। দিনভর বাজবে শেষ কনসার্টে কেকে-র গাওয়া ২০ টা গান। এলইডি স্ক্রিনে চালানো হবে নজরুল মঞ্চে কেকে-র শেষ অনুষ্ঠানটি।
পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী (Amal Chakraborty)। যে গুরুদাস মহাবিদ্যালয়ের আয়োজনে কেকে-র শেষ কনসার্টটি হয়, সেই কলেজটিও এই ওয়ার্ডের অন্তর্গত। বিশেষ কাজ থাকায় আমন্ত্রিত হয়েও শিল্পীর শেষ অনুষ্ঠানে থাকতে পারেননি অমল বাবু, সেই আক্ষেপ থেকেই শিল্পীকে শ্রদ্ধা জানাতে এমন অভিনব ভাবনার জন্ম।
Sourav-Dona at Dadagiri: ডোনার সঙ্গে মঞ্চে উঠে নাচ সৌরভের, জমে উঠল তারায় ভরা দাদাগিরির রাত
প্রাথমিক পরিকল্পনার পর্ব পেরোলে পুজোর আগে কেকে-র পরিবারকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে কবিরাজ বাগানের পুজোয়, জানালেন পুজো কমিটির জনসংযোগ আধিকারিক দীপান্বিতা।