বলিউডে ভাল রকম থাবা বসিয়েছে করোনা। একের পর এক তারকার কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে আসছে। এরই মধ্যে এল অভিনেতা জন আব্রাহামের (John Abraham) করোনা আক্রান্ত হওয়ার খবর। জনের স্ত্রী প্রিয়া রুচলও করোনা আক্রান্ত। এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন দুজনে।
করোনা আক্রান্ত নোরা ফতেহি, অভিনেত্রীর শরীরে যথেষ্ট উপসর্গ রয়েছে
কোভিড পজিটিভ (Covid Positive) হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে জন বলেছেন, দিন তিনেক আগে এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তিনি। জন এবং প্রিয়া দুজনেই মৃদু উপসর্গযুক্ত (Mild symptoms)। দুজনেরই ভ্যাকসিন নেওয়া আছে বলে জানিয়েছেন অভিনেতা।
দিন কয়েক আগেই নোরা ফতেহি (Nora Fatehi), অর্জুন কাপুর (Arjun Kapoor), করিনা কাপুর খানেরাও (Kareena Kapoor Khan) করোনা আক্রান্ত হয়েছিলেন।