গল্পের পার্বণ ১৪৩২। Hoichoi এবং Svf ঘোষণা করল নতুন বছরের সিনেমা এবং সিরিজের ক্যালেন্ডার। ২৫ সালের এপ্রিল মাস থেকে ২৬ সালের মার্চ অবধি একগুচ্ছ গল্প নিয়ে আসছে Hoichoi এবং Svf । এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ছবি এবং সিরিজ মুক্তি পেতে চলেছে বছরভর?
SVF এর ব্যানারে, পুজোর সময় পর্দায় মুক্তি পেতে চলেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাত। অভিনয়ে থাকবেন দেব, রূপা গঙ্গোপাধ্যায়, দেব, সোহিনী , ইধিকারা।
সৃজিত মুখোপাধ্যায় এর পরিচালনায় আসছে 'বিজয়নগরের হীরে'। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির নতুন গল্প নিয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এছাড়া তালিকায় রয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত 'সাধক বামাক্ষ্যাপা', অভিনয়ে সব্যসাচি চৌধুরী।
এছাড়া সৃজিত মুখোপাধ্যায়-এর ‘কিলবিল সোসাইটি’তে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুরা।
এছাড়া আসছে নির্ঝর মিশ্রর 'চোর পুলিশ ডাকাত বাবু' অভিনয়ে আবির , শুভশ্রী, অনির্বাণ চট্টোপাধ্যায়।
আসছে সোনা দা’র নতুন গল্প। সপ্তডিঙার গুপ্তধন। অভিনয়ে ইশা, আবির, অর্জুন।
এছাড়াও রয়েছে হইচই এর একগুচ্ছ ছবি ও সিরিজ।
যেমন আসছে প্রিয়াঙ্কা সরকারের ‘লজ্জা ২’, কৌতূহল রয়েছে অনির্বাণ পার্নোর ‘ভোগ’ নিয়ে , তালিকায় রয়েছে ঋত্বিক চক্রবর্তীর Adv Achinta Aich 2, সন্দীপ্তা সেন আসছেন ‘বীরাঙ্গনা’ হয়ে , পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘নিকষছায়া ২’ আসছে। বহুপ্রতীক্ষিত ‘ইন্দু ৩’, ঈশা সাহার জনপ্রিয় সিরিজ। সৌমিতৃষার ‘কালরাত্রি ২’ আছে তালিকায়। মিমির ‘ডাইনি’, সোহিনী সকারের ‘নাগমণির রহস্য’ নতুন সিরিজ। এছাড়া ‘তোমাকেই চাই’ , ‘ভুত তেরিকি’ বলেও দুটি নতুন গল্প আসছে হইচইতে।