Raj Chakraborty: টালিগঞ্জে প্রায় ২ দশকের রাজ-পাট, হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে বিধায়ক চক্রবর্তী

Updated : Feb 21, 2025 18:40
|
Editorji News Desk

২০০৮ সাল। কলকাতায় কাটআউটে দেখা গেল দুই নতুন মুখ। মিনার-বিজলি ছবিঘরে যেন নতুন করে আলো জ্বলে উঠল। শহর চিনল রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারকে। ক্যামেরার সামনে যে মানুষটি ‘চিরদিনই তুমি যে আমার’-এর জুটিকে বাংলার গাঁ গঞ্জে পৌঁছে দিয়েছিলেন সেই মানুষটিও এসেছিলেন এক মফঃস্বল থেকে। আজ তিনি বাংলা ছবির রাজ। পরিচালক প্রযোজক এবং সর্বোপরি বিধায়ক। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। টালিগঞ্জের কাছে রাজের দিন। হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে। শুক্রবার ৪৯-এ রাজ চক্রবর্তী। 


জন্মদিনে তাঁকে নিয়ে লিখতে বসে অনেক প্রসঙ্গই ওঠে। নিন্দুকেরা অভিযোগ করেন টালিগঞ্জের জন্য টাকা এনেছেন রাজ। কিন্তু সেই টাকা এসেছে অন্য ভাষার ছবি থেকে ‘জেরক্স’ করে। কোনওদিনই নিন্দুকের কথার পরোয়া করেননি বাংলার এই পরিচালক। বরং ওই সমীকরনেই বাংলার মানুষকে হলমুখী করেছেন হালিশহরের এই যুবক। একের পর এক রিমেক ছবি দেখিয়ে দিয়েছেন হিট করে। 

 

‘জেরক্স মেশিন’ তকমা তাঁকে পিছিয়ে রাখেনি কখনও, বরং টলিউডের তাবড় তারাদের জন্ম হয়েছে তাঁর হাত ধরেই। রাহুল, প্রিয়াঙ্কা থেকে শুরু করে বনি, কৌশানি, রুক্মিণী মৈত্র, মিমি চক্রবর্তী, সায়নী ঘোষদের তো বাংলা চিনল তাঁর হাত ধরেই। 


রাজের প্রথম ছবি ‘চিরদিনি তুমি যে আমার’ দক্ষিণী ছবি Kadhal- এর রিমেক। তবে বাংলা ছবির একঘেয়ে চিত্রপটে সেই সময় ঝড় তুলেছিল রাহুল-প্রিয়াঙ্কার মতো দুই আনকোড়া মুখ। সঙ্গে একগুচ্ছ ফুরফুরে গান। তারপর এই একই সমীকরণে রাজ তৈরি করলেন একাধিক ছবি। 


বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় এন্ট্রিতে সকলকে চমকে দিলেন দেব। নেপথ্যে রাজের ‘চ্যালেঞ্জ’, এই ছবিটিও তেলেগু ছবি ‘Dil’ এর রিমেক। এরপর  ENgaeyum Eppothum থেকে 

‘বোঝে না সে বোঝে না’ , Gamyam থেকে ‘দুই পৃথিবী’ , ‘Magadhira’ থেকে যোদ্ধা এমন একগুচ্ছ ছবি বানালেন রাজ। সমালোচিত হলেন, আলোচিত হলেন, চর্চিত হলেন কিন্তু সুপারহিট-জনপ্রিয়ও হল রাজ এবং রাজের ছবি। 


তবে সমীকরণ ভেঙেও যে তিনি মৌলিক ছবি করতে পারেন, তা বুঝিয়ে দিলেন রাজ। বরুণ বিশ্বাসের চরিত্রে পরমকে আনলেন বড়পর্দায়। ‘প্রলয়’ ঘটল টলিউডে। এরপর একে একে ‘প্রলয় ২’, ‘পরিণীতা’, ‘বাবলি’ এর মতো ছবিও ডানা মিলল তাঁর হাত ধরেই। টলিউডে রাজের রাজত্ব চলল রমরমিয়ে। এখন তিনি বিধায়ক, দুই সন্তানের বাবা আর শুভশ্রীর মাম্মা। সব সামলে এক আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান তিনি।  বাংলা ভাষার দিনে যাঁর জন্ম, এই বাংলা চলচ্চিত্রের তাঁর থেকে প্রত্যাশাও অনেক। এডিটরজি বাংলার তরফে রাজকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা। 

 

raj chakraborty

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ