রবিবার দুপুরেই দুই থেকে তিন হয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর৷ স্বামী ঋষি কাপুরকে ছাড়াই নাতনির মুখ দেখলেন ঠাকুমা নীতু কাপুর। ঠাকুমা হয়ে স্বভাবতই বেজায় আপ্লুত নীতু। হাসপাতাল থেকে বেরোনোর সময় তাকে ঘিরে ধরে উঠে আসে নানা প্রশ্ন।
এবার তাদের কৌতুহলই খানিক কমালেন ঠাকুমা নীতু কাপুর৷ তাকে প্রশ্ন করা হয় কার মতো দেখতে হয়েছে আলিয়ার মেয়ে। উত্তরে নীতু জানান, এখন বড়ই ছোট সে, তাই এই সময় কিছুই বলা সম্ভব নয়। রবিবার সকাল থেকে হাসপাতালেই বেশি সময় কাটিয়েছেন নীতু৷ হাসপাতাল থেকে ফেরার পথে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে নতুন ঠাকুমা আরও জানান, নাতনির জন্মে বেজায় খুশি তিনি।
চলতি বছরের এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছিলেন রালিয়া, আর বছর ঘুরতে না ঘুরতেই কাপুর খানদানে জন্ম নিল ফুটফুটে মিষ্টি এক মেয়ে। অন্যদিকে, চলতি মাসের ২৮ তারিখ আলিয়ার জন্মদিন, তার আগেই সেরা আগাম উপহারটি পেয়ে গেলেন বলিউডের মিষ্টি অভিনেত্রী। দাদু হয়ে চওড়া হাসি মহেশ ভাটের মুখে, আক্ষেপ একটা ঋষি কাপুর দেখে যেতে পারলেন না তার ফুটফুটে নাতনিকে।