বাঙালিদের বিনোদনের অন্যতম প্রিয় মাধ্যম, রকমারি চ্যানেলের একগুচ্ছ ধারাবাহিক | কোন ধারাবাহিকের ভাল সময় যাচ্ছে, কোন ধারাবাহিক আর দর্শকেরা পছন্দ করছেন না তার রেজাল্ট বের হয় প্রতি বৃহস্পতিবার টিআরপি লিস্টে |
Kiran Bedi: ভারতের প্রথম মহিলা আইপিএস কিরণ বেদী, কেমন ছিল তাঁর জীবনের লড়াই? সেই গল্পই আসছে বড়পর্দায়
চলতি সপ্তাহেও TRP রেজাল্টে ফার্স্ট গার্ল ‘ফুলকি’, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০, দ্বিতীয় স্থানে পর্ণা-সৃজনের রসায়ন, অর্থাৎ ‘নিম ফুলের মধু’| তবে দ্বিতীয় হলেও নম্বরের ফারাক অনেকটাই, এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। দুটি ধারাবাহিকে জি বাংলার | কোনও রকমে, স্টার জলসার জায়গা ধরে রেখেছে ‘কথা’| এই সপ্তাহে ৫.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে ‘কথা’| একসময়ের টপার ‘জগদ্ধাত্রী’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’ যুগ্ম ভাবে রয়েছে চতুর্থ স্থানে | প্রাপ্ত নম্বর ৫.৬ | পঞ্চম স্থানে গীতা এলএলবি (৫.৪) |