বাংলা সিরিয়ালের সাপলুডোর খেলায় কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। একদিকে একের পর এক সিরিয়াল বন্ধের হিড়িক, এসবের মাঝেই আবার টিকে গিয়েছে বেশ কিছু সিরিয়াল। চোখ রাখা যাক তাদের কয়েকটার দিকেই।
স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এবং ‘ক্রেজি আইডিয়াজ়’ প্রযোজিত সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ শুরু হয়েছিল ২০২১ সালের ১২ এপ্রিল। ঊর্মি এবং সাত্যকির দুষ্টুমিষ্টি রসায়নে জমেছিল বাঙালির ড্রয়িং রুমে। প্রায় দেড় বছরের যাত্রা শেষ হল ২০২২ সালের শেষে।
Salman Khan Birthday Party: সলমনের জন্মদিনের পার্টিতে শাহরুখ, উদযাপনে শামিল আর কারা?
সৌজন্য আর গুনগুনের মিষ্টি প্রমের গল্প ‘খড়কুটো’। প্রথম থেকেই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া, পরে টিআরপি তে নানা সময়ে ধাক্কা খেলেও টানা দু’বছর ধরে চলেছে এই মেগা।
সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় মেগা সিরিয়াল মিঠাই। কিছু সপ্তাহ আগে পর্যন্ত টিআরপি রেটিংয়ে এক নম্বরে ছিল এই সিরিয়াল। আগামী দিনে আরও চমক দেখার অপেক্ষায় দর্শক।
‘গাঁটছড়া’ সিরিয়ালের হাত ধরে দর্শক পেয়েছিলেন নতুন জুটি। শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। টিআরপি তালিকার শীর্ষেও থেকেছে কখনও। সব মিলিয়ে এখনও যাকে বলে গোয়িং স্ট্রং।
‘ধুলোকণা’য় লালন-ফুলঝুড়ির জুটি দারুণ হিট হয়েছিল। ইন্দ্রাশিস-মানালীর জুটি দর্শকের মন কেড়েছিল বেশ। ভালমন্দ মিশিয়ে এই ধারাবাহিকের আয়ু প্রায় দেড় বছর।