সপ্তাহের পয়লা দিন থেকে জি বাংলায় শুরু হল নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘমামা’। ফুটফুটে এক মিষ্টি মেয়ে রাধিকা কর্মকারের সঙ্গে জুটি বেঁধে বেশ অনেক দিন পর ছোটপর্দায় ফের মানালি দে। অনেক দিন পর এক্কেবারে অন্য ঘরানার ধারাবাহিকের এক প্রোমো দেখে চোখ জুড়িয়েছিল দর্শকদের। ভাগ্য, ঐশ্বরিক বিশ্বাসের এক মেলবন্ধন ফুটে উঠেবে এই নতুন ধারাবাহিকে।
সপ্তাহের পয়লা দিন থেকেই জি বাংলার পর্দায় ‘মিঠিঝোরার’ স্লটে শুরু হয়ে গেল এই ধারাবাহিক। এই মেগার গল্প লিখেছেন সাহানা দত্ত। গল্পের প্রোমোতে দেখানো হয়েছিল দুর্গা পুজোর ঠিক আগে আগে মহালয়ার ভোরে এক বনেদি বাড়িতে এসে দাঁড়ায় খুদে এক মেয়ে। সে অনাথ। তাঁর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা। মানুষের মন পড়তে পারে সে।
মানালি ওরফে গায়েত্রির হারিয়ে যাওয়া মেয়েকে কি ফিরে পাবে সে? নাকি এই অনাথ মেয়েই তাঁর হাত ধরবে? প্রোমোর শুরুতে দুগ্গা ঠাকুরের চোখ এঁকে দিতে গিয়ে তাঁর কপালেও সেই চোখের ছাপ পড়ে যায়। অপ্রিয় সব সত্যি কথা, কার মনে কী চলছে সমস্ত বলে দিতে পারে ওই মেয়ে। কে গয়না চুরি করতে চাইছে, কে হারানো মেয়ের কথা ভাবছে সব জানে সে। আর তাঁর কোলে ছোট্ট একটা বাঘ মামা। রূপকথা, অলৌকিক কাহিনী নিয়ে এগোবে ধারাবাহিকের গল্প।
একসময় ‘মা’ , ‘পটল কুমার গানওয়ালা’ , ‘ভুতু’ এমন নানা শিশুকেন্দ্রিক ধারাবাহিকের রমরমা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেসবের গুরুত্ব কমেছে। অনেকদিন পর জি বাংলার পর্দায় ফের শিশুকেন্দ্রিক ধারাবাহিক। এর আগে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে মিহিকার চরিত্রে মন জিতেছেন রাধিকা। এখন দেখার এই নতুন ধারাবাহিক কতটা সাফল্য এনে দিতে পারে।