টেলি সিনে দুনিয়ায় কয়েকদিন আগেই বয়ে গিয়েছে 'খাদান' ঝড় । বয়ে গেল বললে ভুল হবে, এখনও 'খাদান' কিন্তু রমরমিয়ে চলছে হলগুলিতে । এবার কিন্তু দেবকে টক্কর দিতে তৈরি রুক্মিণী । কয়লা মাফিয়া 'মধু'-র মুখোমুখি এবার থিয়েটারের 'বিনোদ' ।
২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী : এক নটীর উপাখ্যান । বিনোদিনী দাসীর জীবন, থিয়েটারের জন্য, নারী স্বাধীনতার জন্য তাঁর লড়াই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে । ২২ জানুয়ারি গ্র্যান্ড প্রিমিয়র হয়ে গিয়েছে বিনোদিনী থিয়েটারে । প্রিমিয়রে ছিল চাঁদের হাট । সিনেমার কলাকুশলীদের পাশাপাশি প্রিমিয়রে হাজির হয়েছিলেন টলিউডের বহু তারকা । তবে, গোটা প্রিমিয়রের লাইমলাইট কিন্তু কেড়ে নিয়েছেন দু'জন । দেব ও রুক্মিণী । হাতে হাত রেখে প্রিমিয়রে এন্ট্রি হয় দু'জনের । গোটা প্রিমিয়রে বিনোদ-এর সঙ্গেই দেখা গেল মধু-কে । যেন একেবারে ছায়াসঙ্গী । কালো পাঞ্জাবিতে 'ট্র্যাডিশনল' লুকে দেখা গেল দেবকে । আর সিল্কের শাড়িতে গর্জিয়াস রুক্মিণী-র দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না । হলে দু'জনে পাশাপাশি বসেই সিনেমা দেখলেন । সিনেমা দেখার সময় রুক্মিণীর পাশে বসে কেঁদেও ফেলেছিলেন দেব ।
তবে, একে অপরের ছায়াসঙ্গী দেব-রুক্মিণী এবার কিন্তু প্রতিদ্বন্দী । সিনেমার হলগুলিতে খাদান ও বিনোদিনী-র পোস্টার পাশাপাশি । সমানে সমানে লড়াই ?
খাদান একেবারেই মশালাদার কমার্শিয়াল সিনেমা । আর বিনোদিনী অন্য ধাঁচের সিনেমা । তুলনা হয় না ঠিকই । তবে, একটা স্বপ্ন দেখেছিলেন রামকমল ও রুক্মিণী । সেটাই বাস্তব হল । বিনোদিনী হয়তো এতদিনে সম্মান পেলেন । তাই রুক্মিণী, রামকমলের একটাই অনুরোধ, মানুষ যেন হলে এসে সিনেমাটা একবার দেখেন । বিনোদ-এর লড়াইকে দেখেন । বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার অনুরোধ তাঁদের কণ্ঠে, খাদান-এর মধু-রও একই অনুরোধ বিনোদিনী-র জন্য ।