বলিউড নেপথ্যগায়ক কেকে-এর মৃত্যু (KK Death Controversy) নিয়ে আলোচনা, বিতর্ক এখনও চলছে । এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা-সাংসদ তথা টলিউড অভিনেতা দেব (Dev) । রবিবার সকালে কলকাতার পরিবেশ দূষণের এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেব বললেন, "কেকে-এর মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক । কিন্তু তার জন্য পুলিশ বা প্রশাসনকে দোষ দেওয়া উচিত নয় । তাহলে তো সবই বন্ধ করে দিতে হয় ।"
তারকা থেকে আমজনতা, প্রত্যেকের কাছে এখন এটাই আলোচনার বিষয় । কেকে । তাঁর মৃত্যুর কারণ নিয়েও উঠছে একাধিক তত্ত্ব । কেউ বলছেন নজরুল মঞ্চের অব্যবস্থা, কেউ আবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন । সরাসরি রাজ্য সরকারকেও দুষছেন অনেকে । এই পরিস্থিতিতে রবিবার দেব (Dev on KK's Death) বলেন, "পুলিশ বা প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই । নানা সময় নানা অনুষ্ঠান হয়, সভা, মিছিল হয় । সেই সব জায়গায় পুলিশের পক্ষে সবসময় নজরদারি করা সম্ভব নয় । কোথাও যদি অনুষ্ঠান দেখতে বেশি মানুষ ঢুকে যায়, পুলিশের কী-ই বা করার থাকতে পারে । এমনটা হলে তো সবই বন্ধ করে দিতে হবে । তাছাড়া সবকিছুতেই এখন রাজনীতি টেনে আনা হচ্ছে । এটা ঠিক নয় ।"
এদিন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কলকাতা পুলিশ বিশেষ উদ্যোগ নেয় । রবিবার, ২২৬ টি ইলেকট্রনিক্স গাড়ির সূচনা করে কলকাতা পুলিশ । তার মধ্যে এদিন, ১৭ টি প্রথম ব্যাচের গাড়ির উদ্বোধন হয় । কমিশনার অফ পুলিশ বিনীত কুমার গোয়েলের উপস্থিতিতেই এই অনুষ্ঠান হয় । আর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অভিনেতা-সাংসদ দেব ও রুক্মিণী । এছাড়া, ১৫ বছরের বেশি ব্যবহৃত গাড়িগুলি বাতিল করা হবে । বদলে নতুন গাড়ি ব্যবহার করা হবে । একইসঙ্গে, এদিন অনুষ্ঠানে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি । দেব ও রুক্মিণী দুজনেই নিজের হাতে গাছের চারা লাগান ।