সন্ধে হলেই বাঙালির ড্রয়িংরুমে সিরিয়ালের ভিড় । টিফিন টাইম হোক বা ডিনার টেবিল... জমিয়ে রাখে জগদ্ধাত্রী, পারুল, কথা, ফুলকিরা । সপ্তাহভর সিরিয়াল নায়িকাদের সংসারে কী ঘটছে, তা নিয়ে কম কৌতূহল থাকে না বাঙালি দর্শকের । টিভিতে দেখার সময় না পেলেও, অনেকে মুঠোফোনে সিরিয়াল সংসারের কাহিনি ঝালিয়ে নেয় । তবে, সবথেকে বেশি কার সংসারে দর্শকদের উঁকিঝুকি এখন জানেন ? পারুলের সংসারে । বর্তমানে পরিণীতা বেঙ্গল টপার । নতুন বছরের শুরু থেকেই টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ধারাবাহিক । সেরার আসন থেকে টলানো যাচ্ছে না পরিণীতা-কে । পারুল-রায়ানের টক্কর, টক-ঝাল-মিষ্টি সম্পর্ক, আর ধারাবাহিকে একের পর এক টুইস্ট মন জয় করে নিয়েছে দর্শকদের । সম্প্রতি, সিরিয়ালের সেট ঘুরে দেখল এডিটরজি বাংলা । কীভাবে শ্যুট হয় ধারাবাহিকের জানেন ?
সম্প্রতি, সিরিয়ালে দেখানো হয়েছে, রায়ানকে জব্দ করার ও সঠিক পথে ফিরিয়ে আনার জন্য ছদ্মবেশে বসুবাড়িতে ঢোকে পারুল । আসলে, ইউনিভার্সিটিতে ব়্যাগিং করার জন্য রায়ানদের সাসপেন্ড করে প্রিন্সিপাল । পারুলের কৌশলেই তাঁদের পুরো গ্যাং ধরা পড়ে । কলেজ থেকে সাসপেনশনের চিঠি যাতে রায়ান লুকিয়ে না ফেলতে পারে, তার জন্য বসুবাড়িতে যাওয়ার পরিকল্পনা করে পারুল । দাদুর হাতে চিঠি পৌঁছে দেওয়ার জন্য লন্ড্রিওয়ালি-র বেশ ধারণ করে । কিন্তু, বাড়িতে ঢোকার সময়ই বিপদ । বাড়ির সবাই চোর ভাবে পারুলকে । তারপরই শুরু হয় হইচই । কীভাবে শ্যুট হল এই দৃশ্যের দেখে নিন...BTS কাহিনি
এতো গেল বিটিএস কাহিনি । এবার সিরিয়ালে বড় কোন আপডেট আসতে চলেছে জানেন ? সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে । যেখানে দেখা যাচ্ছে, পারুলের বোন বিপদে পড়েছে । বোনকে বাঁচানোর জন্য রায়ানের সাহায্য চাইতে যায় পারুল । কিন্তু প্রথমে রায়ান ফিরিয়ে দেয় তাকে । কিন্তু, নায়িকাকে কি যুদ্ধক্ষেত্রে একা ছেড়ে দিতে পারে নায়ক ?পারুলের এই নতুন চ্যালেঞ্জে পাশে রয়েছে রায়ানও । তবে, নায়ক-নায়িকার প্রেমের গল্প কবে শুরু হয়, তার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা ।
পরিণীতা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিং ও ঈশানি চট্টোপাধ্যায়কে । জি বাংলার রাত আটটা নাগাদ সম্প্রচারিত হয় ধারাবাহিকটি । গত সপ্তাহেও টিআরপি তালিকায় সেরার সেরা হয়েছে সিরিয়াল ।