রণবীর-আলিয়া (Ranbeer-Alia) সংক্রান্ত সবকিছু নিয়েই এখন ভক্তদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা। রবিবার মুক্তি পেল তাঁদের প্রথম ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) প্রথম গান ‘কেশরিয়া’ (Kesariya)। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া এবং মালয়ালাম ভাষায় সামনে মুক্তি পেয়েছে গানখানা।
এর আগে ‘ব্রহ্মাস্ত্র’-র ‘কেশারিয়া’ গানের এক ঝলক পেয়েছিল দর্শকরা। তখন থেকেই এটা নিয়ে চর্চা। প্রীতমের সুর করা এই গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। আর অরিজিতের গান মানেই হিট! কেশরিয়াও ব্যতিক্রম নয়, চড়চড়িয়ে বাড়ছে গানের ভিউ।
'ব্রহ্মাস্ত্র' ছবির সেট থেকেই বছর পাঁচেক আগে আলিয়া-রণবীরের রূপকথার শুরু। শোনা যায় প্রথম দেখাতেই নাকি তাঁদের প্রেম। চলতি বছরের এপ্রিলে প্রেম। রণলিয়া ইতিমধ্যে জানিয়েছেন, খুব শিগগির আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।