একে ওপরকে চোখে হারাতেন। দুটিতে সবসময় জুটিতেই ধরা দিতেন ক্যামেরার সামনে। কোনও রাখঢাক ছিল না তাঁদের সম্পর্ক নিয়ে। কিন্তু আচমকাই ছন্দপতন। ঘর বাঁধার কথা থাকলেও গুঞ্জন বলিউডের এই পাওয়ার কাপলের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিকই আন্দাজ করছেন আজ আমরা বলছি তামান্না ভাটিয়া আর বিজয় বর্মার কথা।
বিজয় বর্মার আগেও নাকি একাধিক সম্পর্কে জড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। কিন্তু তামান্নার আগে কার কার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা বিজয়ের জানেন?
বর্তমানে কেরিয়ারের একেবারে তুঙ্গে রয়েছেন অভিনেতা বিজয় বর্মা। বড়পর্দার পাশাপাশি তিনি চুটিয়ে কাজ করছেন একাধিক ওটিটিতে। তাঁর অভিনয় দর্শক এবং সমালোচক দুই মহলেই প্রশংসা পাচ্ছেন। এমনকি 'মির্জাপুর' ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেতা নাকি এবার হলিউডেও পাড়ি দেওয়ার কথা ভাবছেন।
তামান্না ছাড়া কোনও অভিনেত্রীর সঙ্গেই নাম জড়ায়নি অভিনেতা বিজয় বর্মার। কিন্তু তা বলে তিনি ডেট করেননি এমন কিন্তু নয়। বেশ অয়েকদিন আগে এক ভিডিয়োতে অভিনেতা জানিয়েছিলেন তিনি পাকিস্তান, ফ্রান্স এমনকি কানাডা থেকে একাধিক বিয়ের প্রস্তাব পাচ্ছেন। একই সঙ্গে এই ভিডিয়োতেই নিজের প্রাক্তনের কথাও বলেছেন তিনি।
বিজয়ের কথা, তিনি যখন সম্পর্কে ছিলেন তখন নিজের কেরিয়ার নিয়ে স্ট্রাগল করছেন। সেই কারণে তাঁর গার্লফ্রেন্ডরা কখনই তাঁকে রেস্তোরাঁর বিলও দিতে দেননি। তাঁকে অর্থনৈতিক ভাবেও সাহায্য করতেন তাঁরা। এমনকি তাঁর এক গার্লফ্রেন্ড তাঁকে প্রতিমাসে ৫ হাজার টাকা পাঠাতেন যাতে বিজয়ের কোনও সমস্যা না হয়।
তবে, কোনও পরিচিত মুখের সঙ্গে কখনই বিজয়ের নাম জড়ায়নি। কারণ বিজয় জানিয়েছিলেন, তিনি কোনও অভিনেত্রীর সঙ্গে প্রেম করার কথা কখনও ভাবতেই পারেননি। কিন্তু তামান্নার সঙ্গে মেলামেশার পর বুঝতে পারেন, একজন পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, জীবন শৈলীর দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে...তামান্নার মতো কাউকে নিজের পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার।
কিন্তু এত কিছুর পরেও তাঁরা বিচ্ছেদের পথে হাঁটলেন। কেন এই বিচ্ছেদ তা নিয়ে হাজারো তথ্য সামনে আসছে। কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াবার আগে এহেন একটি মিষ্টি মধুর সম্পর্ক হঠাৎ করে ভেঙে যাবে কেউ ধরতেও পারেননি।