গত কয়েক সপ্তাহের যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ১৪ এপ্রিল ধুমধাম করে বিয়ে করেছেন রণবীর-আলিয়া (Ranbir-Alia Wedding) । কিন্তু, তার রেশ এখনও যেন কাটেনি । বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নবদম্পতির সাজ-পোশাক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । কারণ, দীপিকা, ক্যাটরিনা, পত্রলেখা রাও এর থেকে সব্যসাচীর এই কনের সাজ যে ছিল একেবারে আলাদা । তবে, মিল রয়েছে বিয়ের ওড়নায় । দীপিকা, পত্রলেখার মতো, আলিয়াও নাকি তাঁর ওড়নাতে (Alia's Wedding Veil) লিখেছেন বিশেষ একটি লাইন ।
কী লেখা রয়েছে আলিয়ার ওড়নাতে ? সোনালি জড়ি ও চুমকির কাজ করা ওড়নায় লেখা রয়েছে বিয়ের তারিখ । ১৪ এপ্রিল, ২০২২ । আলিয়া তাঁর জীবনের বিশেষ দিন একেবারে ইংরেজি হরফে লিখে রাখলেন তাঁর ওড়নায় ।
আরও পড়ুন, Ranbir Alia Wedding: চার পাক ঘুরেই বিয়ে শেষ, কেন 'সাত ফেরে' নিলেন না রণবীর-আলিয়া?
বিয়ের ওড়নায় বলিউডি কনেদের নিত্যনতুন নকশা, পংক্তি এর আগেও দেখেছে গোটা দেশ । যেমন- দীপিকা পাড়ুকোনের বিয়ের ওড়নায় লেখা ছিল ‘সদা সৌভাগ্যবতী ভব’। কয়েক মাস আগেই বিয়ে করেন রাজকুমার রাও ও পত্রলেখা । সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পত্রলেখার ওড়নায় লেখা ছিল- ভালবাসার পংক্তি । তাও আবার বাংলায় লেখা-‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। সেক্ষেত্রে আলিয়াও বা বাদ যাবেন কেন ? সব্যসাচীর এই কনের ওড়নাতেও থাকল সেই একই ছোঁয়া ।
বিয়ের দিন সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা অরগ্যাঞ্জা শাড়িতে সেজেছিলেন আলিয়া । একই রঙের শেরওয়ানিতে তাঁর প্রিন্স চার্মিং, রণবীর । তাঁদের বিয়েতে আরও একটা চমক হল, রণবীর কাপুর-আলিয়া (Ranbir-Alia Wedding) ভাট লাকি সাত পাকে বাঁধা পড়েননি । চার পাকেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে ।
কনের দাদা রাহুল ভাট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রণবীর-আলিয়া বিয়েতে সাত পাক না ঘুরে চার পাক ঘুরেছেন । এক একটা পাকের এক একটা আলাদা তাৎপর্য । সব নাকি বর কনেকে ভাল করে বুঝিয়ে দিয়েছেন বিয়ের আসরে উপস্থিত চারজন পুরোহিত । এটাই নাকি কাপুর পরিবারের রীতি।