মোস্টলি সেন। এই নামেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইউটিউউবার প্রাজক্তা কোলি। সোশ্যাল মিডিয়া থেকে নিজের কেরিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমা, ওয়েব সিরিজেও বেশ পরিচিত মুখ প্রাজক্তা। এবার তাঁর জীবনে জুড়ে গেল নতুন এক অধ্যায় । বিয়ে করলেন মিসম্যাচড-এর ডিম্পল আহুজা । তবে পাত্র কিন্তু ঋষি সিং শিখাওয়াত নয় । প্রাজক্তা গাঁটছড়া বাঁধলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক বৃষঙ্ক খানালের সঙ্গে।
বহুদিন ধরেই সম্পর্কে রয়েছে বৃষঙ্ক আর প্রাজক্তা । নেপালের কাঠমাণ্ডুর ছেলে বৃষঙ্ক । এক বন্ধুর মাধ্যমে তাঁদের দু'জনের আলাপ । তারপর বন্ধুত্ব, প্রেম । ২০২৩ সালের সেপ্টেম্বরে বৃষঙ্ক প্রপোজ করেন প্রাজক্তাকে। এবার আরও একধাপ এগিয়ে সামাজিক ভাবেও বিয়ে সেরে ফেললেন তাঁরা। ২৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের করজাতে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান।
বিয়ের আগে ধুমধাম করে মেহেন্দি, হলদি, সঙ্গীতও হয় । ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রাজক্তা কোলির প্রাক বিবাহ অনুষ্ঠান। চলেছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত । নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে ইতিমধ্যেই একাধিক ছবি ছবি শেয়ার করেছেন প্রাজক্তা। যেখানে উপচে পড়ছে অনুরাগীদের ভালবাসা।