এবার একসঙ্গে চার জনকে খুনের হুমকি। তালিকায় কপিল শর্মার মতো তারকার নাম। আছেন অভিনেতা রাজপাল যাদব, ডান্স ডিরেক্টর রেমো ডি সুজা এবং গায়িকা সুগন্ধা মিশ্র। মুম্বই পুলিশ জানিয়েছেন, একটি ইমেলে এই চারজনের কাছে খুনের হুমকি এসেছে।
মুম্বই পুলিশের দাবি, ইমেলে বলা হয়েছে গত কয়েকদিন ধরে এই চারজনের গতিবিধির উপর কড়া নজর রাখা হয়েছে। এই চার তারকাকে ওই ইমেলে তাঁদের আচরণ বদলাতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই মেলে উল্লেখ করা হয়েছে, এটা কোনও পাবলিসিটি স্ট্যান্ট নয়।
কিন্তু কারা পাঠাল এই ইমেল ?
প্রাথমিক ভাবে মুম্বই পুলিশ জানিয়েছে, বিষ্ণু নামের এক ব্যক্তির নামে ওই ইমেল পাঠানো হয়েছে। যেখানে পরিস্কার করে বলা হয়েছে, তাঁদের কথা না শুনলে ভবিষ্যতে মৃত্যু ছাড়া আর কোনও রাস্তা নেই।
চার তারকার অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের দুটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সইফ-কাণ্ডের রেশ কাটার আগেই টিনটেল টাউনে ফের ভয়ের আবহ। কপিল শর্মার মতো তারকাকে খুনের হুমকি। ভীষণ গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
আতঙ্কে রয়েছেন। প্রাথমিক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন তারকা কপিল শর্মা। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, পঞ্জাব থেকে এসে দীর্ঘদিন তিনি মুম্বইয়ের বাসিন্দা। এতদিন এই শহরকে সবচেয়ে নিরাপদ বলে মনে করতেন তিনি। কিন্তু খুনের হুমকি তাঁর সংসারকে নাড়িয়ে দিয়েছে। কারণ, এই হুমকি এসেছে পাকিস্তান থেকে।