মঙ্গলবার রাতে কলকাতায় প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুনাথ ওরফে কে কে (KK death)। বুধবারই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইতে। বৃহস্পতিবার গায়কের মুম্বইয়ের বাসভবনে শেষ শ্রদ্ধা (Singer KK last rites) জানাতে এলেন তাঁর বন্ধু, পরিজন ও অন্যান্য সেলিব্রিটিরা। শেষ শ্রদ্ধা জানাতে সবার আগে আসেন গায়ক হরিহরণ (Hariharan)। জাভেদ আলিকেও (Javed Ali) নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে ভিতরে ঢুকতে দেখা যায়। এসেছিলেন বিশাল ভরদ্বাজ এবং রেখা ভরদ্বাজও।
অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে কে কে-কে (KK last rites) শেষ বিদায় জানাতে এসেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য, শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিক, সেলিম মার্চেন্ট এবং রাঘব সাচার।
আরও পড়ুন: কেকে নেই, তুলিতেই ক্যানভাসে স্বামীকে ফুটিয়ে তুলবেন জ্যোতি
নিজের প্রায় তিন দশকের গায়কজীবনে অগণিত মানুষের হৃদয় জিতে নিয়েছিলেন কৃষ্ণকুমার কুনাথ। ভারসোভার হিন্দু শ্মশানে শেষকৃত্য (Singer KK last rites) সম্পন্ন হবে তাঁর।
গত ৩১ মে প্রয়াত হন ৫৪ বছরের এই গায়ক। জীবনের দ্বীপ নিভে গিয়েছে ঠিকই। কিন্তু, প্রাণের ও গানের আলো শেষ বিদায়েও থেকে গেল 'পল'-এর গায়কের সঙ্গেই। যে 'পল' মনে রেখে দেবেন তাঁর দেশজোড়া অগণিত ভক্ত।