প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও জারি বাংলা টেলিভিশনের (Bengali Television) সাপলুডো খেলা। আগের সপ্তাহের মতোই এবারেও টিআরপি তে সবচেয়ে এগিয়ে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ । যৌথ ভাবে প্রথম স্থান পেল 'ফুলকি'ও। পর্ণা সৃজন এবং ফুলকি-রোহিত, দুই জুটিই মনে ধরেছে বাংলার দর্শকের। দুটি ধারাবাহিকের টিআরপি রেটিং ৭.১।
গত সপ্তাহে চতুর্থ স্থানে ছিল সোনামণি সাহা-হানি বাফনা অভিনীত নতুন মেগা। এই সপ্তাহে সোজা দ্বিতীয় স্থানে 'শুভ বিবা'হ। প্রাপ্ত নম্বর ৬.৭।
শুভ বিবাহ-র পাশাপাশি জলসার অপর মেগা কথাও দারুণ সাড়া ফেলেছে। ৬.৩ নম্বর পেয়ে এই সপ্তাহে তৃতীয়স্থানে রয়েছে সাহেব-সুস্মিতার এই মেগা। জুটির অনস্ক্রিন রসায়ন টানটান, অফস্ক্রিনেও নাকি গড়িয়েছে দুজনের প্রেম।
ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন, তাঁর ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে টিআরপি তালিকায় ৪ নম্বরে, প্রাপ্ত নম্বর ৬.২। শন-অনুষ্কার রোশনাইয়ের সঙ্গে যৌথভাবে এই স্থান দখল করেছে তাঁরা। ৬.১ নম্বর নিয়ে প্রতীক সেনের ধারাবাহিক উড়ান রয়েছে ৫ নম্বরে।