টেলিভিশনের জগতে টিআরপি শেষ কথা, এ কথা অস্বীকার করে লাভ নেই। টিআরপি-এর সাপ লুডোর খেলায় সাফল্যের মুখ না দেখলেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাংলা ধারাবাহিক। ঠিক যেমন ধুলোকণা, মাধবিলতার মতোই শেষ হয়ে গেল ধারাবাহিক 'কাঞ্চি'।
শেষ দিনের শুটিংয়ে আবেগঘন কলাকুশলীরা। আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য ওই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছিলেন।অনেক চরিত্রের ভিড়ের মাঝেও রোহিণী তাঁর কাছে সব সময় স্পেশাল হয়ে থাকবে , লিখেছেন আয়েশা। ধারাবাহিকে অভিনয় করছিলেন সায়ক চক্রবর্তী। শেষ দিনে সেট থেকে রিলস ভিডিয়োও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। তবে অনেকেই বলছে, এই ধারাবাহিক নাকি সময়ের নিয়মেই শেষ হয়েছে।
সম্প্রতি, ধুলোকণা, মাধবীলতার আচমকা শেষ হয়ে যাওয়া নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল অনেকটাই