গল্পের প্রয়োজনে নিজের চরিত্র থেকে বেরিয়ে চিত্রনাট্যের চরিত্রে ঢুকে যাওয়াই ভাল অভিনেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। রিল আর রিয়ালের মানুষের চেহারা, আচরণে বয়সে তো সব সময়ে মিল থাকে না, তবু অমিল গুলো যেন পর্দায় বোঝা না যায়, সেই চেষ্টা করে যেতে হয় শেষ পর্যন্ত। অভিনেতা পরমব্রতর (Parambrata Chatterjee) চ্যালেঞ্জ কিন্তু জোরদার। ৬০ বছরের যাজকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সপ্তাশ্ব বসুর (Saptaswa Basu) প্রথম ছবিতে জোসেফের চরিত্রে পরম। এই প্রথম প্রোস্থেটিক মেকাপ নিতে হয়েছে। তবে দু'দশক পর বুড়িয়ে গেলে কেমন দেখতে লাগবে, আগে থেকে জানতে পেরে বেশ লেগেছে অভিনেতার।
Daily Walikng Tips: মাত্র ২১ মিনিট! ফিট থাকার কী টোটকা দিচ্ছেন গবেষকরা?
মার্ডার মিস্ট্রি নিয়েই ছবি জতুগৃহ। শুটিং-এর বেশ কিছুটা পাহাড়ে। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে ছবিটি।